এমন ডিজাইন কোনও ফোনেই নেই, ফাঁস Nothing Phone 3a ও Phone 3a Pro-র ছবি

Nothing Phone 3a সিরিজ ৪ই মার্চ ভারত সহ বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। এই সিরিজে Phone 3a ও Phone 3a Pro নামে দুটি মডেল আসবে বলে আশা করা হচ্ছে। অফিসিয়াল লঞ্চ এগিয়ে আসতেই নাথিং তাদের সোশ্যাল মিডিয়ে হ্যান্ডেলে ফোনগুলির বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ করতে শুরু করেছে। তবে নাথিংয়ের আগেই এখন একটি সূত্র Phone 3a ও Phone 3a Pro-র ডিজাইন প্রকাশ করেছে।

অ্যান্ড্রয়েড অথরিটি Nothing Phone 3a সিরিজের ডিজাইন রেন্ডার ফাঁস করেছে। নাথিংয়ের সিগনেচার স্টাইলিং ল্যাঙ্গুয়েজ সহ ফোন দু’টির ব্যাক প্যানেলে ট্রান্সপ্যারেন্ট ডিজাইন এবং গ্লাইফ লাইট ইন্টারফেস রয়েছে। ফোনগুলি কালো এবং সাদা রঙে পাওয়া যাবে। সামনে হোল পাঞ্চ ডিসপ্লে আছে৷ দুই ফোনের ডিজাইন একই রকম মনে হলেও, পিছনের ক্যামেরার লেআউটে কিছু উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

READ MORE:  Vivo Y29s 5G Launched: ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সহ Vivo Y29s 5G লঞ্চ হল, ২৫৬ জিবি স্টোরেজ সহ আর কি কি আছে | Vivo Y29s 5G Price

Nothing Phone 3a মডেলটিতে অনুভূমিকভাবে সাজানো পিল-আকৃতির ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে, যেখানে সেন্সরগুলি পাশাপাশি রাখা হয়েছে। এলইডি ফ্ল্যাশ মডিউলট সেন্সরগুলির পাশে অবস্থিত। পিল আকৃতির কাটআউটটি নাথিং-এর সিগনেচার গ্লিফ লাইট ও বৃত্তাকার আবরণ দ্বারা বেষ্টিত।

অন্যদিকে, ফাঁস হওয়া রেন্ডার Nothing Phone 3a এর একটি ভিন্ন বৃত্তাকার চেহারার রিয়ার ক্যামেরা ডিজাইন প্রকাশ করেছে। ক্যামেরা মডিউলের মধ্যে সেন্সরগুলি এলোমেলোভাবে রাখা হয়েছে। একটি এলইডি ফ্ল্যাশ সহ তিনটি রিয়ার ক্যামেরা থাকছে, যার মধ্যে একটি পেরিস্কোপ লেন্স। অর্থাৎ এটি পেরিস্কোপ ক্যামেরাযুক্ত প্রথম নাথিং স্মার্টফোন হতে চলেছে।

READ MORE:  দূরের ছবি উঠবে স্পষ্ট, ফাটাফাটি ক্যামেরা পাওয়া যাবে Nothing Phone 3a সিরিজে

উভয় মডেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স থাকতে পারে। Phone 3a মডেলে ২x জুম সহ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। অন্যদিকে, Phone 3a Pro মডেলটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ৩x অপটিক্যাল জুম এবং ৬০x হাইব্রিড জুম সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে দাবি করা হয়েছে।

READ MORE:  চোখ ধাঁধানো স্মার্টফোন আনছে শাওমি, স্যামসাং এবং নাথিং

Scroll to Top