Infinix Note 50 Series: বাজার কাঁপাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ফোন আনছে ইনফিনিক্স, এই দিনে লঞ্চ | Infinix Note 50 Series Launch Date March 3

Infinix Note 50 সিরিজ আত্মপ্রকাশ করতে চলেছে আগামী মাসেই। জল্পনার অবসান ঘটিয়ে এমনটাই ঘোষণা করল কোম্পানি। এটি প্রায় এক বছর আগে লঞ্চ হওয়া Infinix Note 40 লাইনআপের উত্তরসূরী হবে। নতুন মডেলগুলি প্রথমে ইন্দোনেশিয়ার বাজারে উপলব্ধ হবে। তারপর ভারত-সহ গ্লোবাল মার্কেটে মুক্তি পাবে বলে আশা করা যায়। Infinix Note 50 সিরিজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সমর্থন থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

READ MORE:  Samsung Galaxy A26 Design: নয়া ডিজাইন ও দুর্দান্ত ফিচার সহ Samsung Galaxy A26 বাজারে ঝড় তুলতে আসছে, দাম কত থাকবে | Samsung Galaxy A26 Launch Date

সংস্থার ইন্দোনেশিয়া শাখার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি পোস্ট অনুসারে, ইনফিনিক্স নোট ৫০ সিরিজের স্মার্টফোনগুলি ৩ মার্চ ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে। টিজারে উক্ত স্মার্টফোন লাইনআপের একটি মডেলের রিয়ার ক্যামেরা মডিউলের এক ঝলক দেখানো হয়েছে। তবে ঠিক কতগুলি ফোন আসবে তা এখনও নিশ্চিত করে বলেনি ইনফিনিক্স।

Infinix Note 50 সিরিজে AI বা কৃত্তিম বুদ্ধিমত্তা নির্ভর বিভিন্ন ফিচার্স থাকার কথা জানানো হয়েছে। সেগুলি কল, নোট, ক্যামেরা সহ বিভিন্ন ডিপার্টমেন্টে যুক্ত হতে পারে। টিজারে Note 50 সিরিজের একটি মডেলের রিয়ার ক্যামেরা মডিউলও দেখানো হয়েছে। নতুন স্মার্টফোনগুলি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য খুব তাড়াতাড়িই ঘোষণা করা হবে বলে আশা করা যায়।

READ MORE:  Samsung Galaxy A26 5G-এর সাপোর্ট পেজ তিনটি দেশে লাইভ হল, লঞ্চ হবে খুব শীঘ্রই | Samsung Galaxy A26 5G Support Sites Go Live

ইনফিনিক্স এখনও বিশদ প্রকাশ না করলেও, Note 50 Pro পূর্বে ইন্দোনেশিয়ার SDPPI ওয়েবসাইটে X6855 মডেল নম্বরের সঙ্গে তালিকাভুক্ত ছিল। কোম্পানি এই সিরিজে একাধিক মডেল বাজারে আনার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। Note 50 Pro ছাড়াও সেই তালিকায় রয়েছে Note 50X, Note 50, এবং Note 50 Pro+ 5G।

READ MORE:  iQOO Neo 10R 5G Ram: কেনার জন্য তৈরি থাকুন, ১২ জিবি র‌্যাম সহ লঞ্চ হচ্ছে নতুন iQOO স্মার্টফোন | iQOO Neo 10R 5G India Launch Date
Scroll to Top