উচ্চ মাধ্যমিকের আগে WBCHSE-এর কড়া সিদ্ধান্ত, এই ভুল করলেই দিতে হবে ১০০০ টাকা জরিমানা

উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আগামী ৩রা মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক, চলবে ১৪ই মার্চ পর্যন্ত। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। তবে এখনো প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার নথিভুক্তি নিয়ে জটিলতা রয়ে গেছে। দীর্ঘদিন সময় দেওয়া সত্ত্বেও অনেক স্কুল এখনো প্র্যাকটিকাল পরীক্ষার নাম্বার আপলোড করতে পারেনি বা ভুল নাম্বার আপলোড করেছে। 

এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। WBCHSE জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাকটিক্যাল পরীক্ষার নাম্বার আপলোড করা না হলে প্রত্যেকটি পরীক্ষার্থীকে ১০০০ টাকা করে জরিমানা করতে হবে।

READ MORE:  ৩১ মার্চ শেষ সুযোগ, SBI-র ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে ঘরে আনুন ৪০,০০০ টাকা

বারবার সময় বাড়িয়েও কাজ হয়নি

২০২৪ সালের ২রা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত প্রথমবার পোর্টাল খুলে দেওয়া হয়েছিল প্রাক্টিক্যাল নাম্বার আপলোড করার জন্য। কিন্তু বহু স্কুল সময়ের মধ্যে নাম্বার আপলোড করতে পারেনি। এরপর জানুয়ারি মাসেও আরও ১০ থেকে ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। তাতেও সমস্যার সমাধান হয়নি। অনেক স্কুল ভুল নাম্বার আপলোড করেছে বা নাম্বার আপলোডই করেনি।

এই পরিস্থিতিতে WBCHSE চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে, ২০ই ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে প্রাকটিক্যাল পরীক্ষার নাম্বার আপলোড করার জন্য শেষবার পোর্টাল খুলে দেওয়া হবে। যেসব স্কুল এখনো নাম্বার আপলোড করেনি তাদের এই সময়সীমার মধ্যে আপলোড করতে হবে। ভুল নাম্বার আপলোড হলে সংশোধনেও সুযোগ থাকবে। তবে এবার নাম্বার আপলোড না হলে প্রত্যেক পরীক্ষার্থীকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।

READ MORE:  সিম সক্রিয় রাখার সস্তা প্ল্যান বন্ধ বন্ধ করে দিল Jio, গ্রাহকদের জন্য বড় ধাক্কা

শিক্ষা সংসদের কড়া বার্তা

WBCHSE-এর সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ডিসেম্বর মাস থেকে এই নিয়ে তৃতীয়বার পোর্টাল খোলা হয়েছে। বারবার নাম্বার আপলোডের সুযোগ দেওয়া হচ্ছে। তবুও অনেক স্কুল এই কাজ করছে না। এবার আর কোনরকম ছাড় দেওয়া হবে না। ফেব্রুয়ারির মধ্যে নাম্বার আপলোড না করা হলে পরীক্ষার্থী প্রতি ১০০০ টাকা জরিমানা দিতে হবে।”

READ MORE:  8th Pay Commission: মঞ্জুরি দিলেও ২০২৬ সালে আসছে না অষ্টম বেতন কমিশন! কর্মীদের হতাশ করে ইঙ্গিত সরকারের | 8th Pay Commission Is Unlikely To Be Implemented From 1st January 2026

তিনি আরো বলেন, “এবার আর কোন অজুহাত চলবে না। পরীক্ষার মাত্র ১০ দিন আগে শেষ সুযোগ দেওয়া হবে। এবার যদি কেউ নাম্বার আপলোড না করে তাহলে করা শাস্তির মুখোমুখি হতে হবে।”

ক্যালকুলেটর ব্যবহারে ছাড়

কিছুদিন আগে WBCHSE এর সেমিস্টার পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তবে পরে ছাত্রছাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পাল্টানো হয়। এখন উচ্চমাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে বলে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Scroll to Top