লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আকাশে উড়ল গাড়ি! ট্রায়ালের ভিডিও ভাইরাল, বাজারে আসতে চলেছে ফ্লাইং কার

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি কখনো এমন কিছু চিন্তা করেছেন, যে যানজটে আটকে না থেকে সহজেই আকাশে গাড়ি উড়ে যাবে? এটা হয়তো এতদিন সিনেমাতে দেখা যেত। কিন্তু এবার এটি বাস্তবে পরিণত করেছে আমেরিকার সংস্থা Alef Aeronautics। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। সম্প্রতি এই সংস্থার তৈরি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে এবং মুহুর্তের মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি কালো প্রোটোটাইপ গাড়ি রাস্তায় সাধারণ গাড়ির মত চলতে চলতে হঠাৎ আকাশে উড়তে (Alef Aeronautics flying car) শুরু করে। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ক্যালিফোর্নিয়ার রাস্তায় প্রথম ট্রায়াল

এই পরীক্ষাটি ক্যালিফোর্নিয়ার একটি নিরাপদ ও বন্ধ রাস্তায় করা হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায় গাড়িটি প্রথমে সাধারণ গাড়ির মতোই চলছিল। তারপর আচমকা সোজা উপরে উঠে আকাশে উড়ে যায়। এমনকি সামনে থাকা গাড়িগুলিকে পেছনে ফেলে দেয়। সব থেকে অবাক করা বিষয় হল, এই গাড়ির উড়তে কোনরকম রানওয়ের প্রয়োজন হয় না। এটি বিশ্বের প্রথম বৈধভাবে রাস্তায় চলতে সক্ষম এবং আকাশে উড়তে পারে গাড়ি, যা এভিয়েশন এবং অটোমোবাইল শিল্পে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে।

READ MORE:  Ajker Rashifal 2nd February: শ্রাবণ নক্ষত্রে কপাল খুলে যাবে এই রাশির, আজকের রাশিফল

Alef Aeronautics-এর সিইও-এর মতামত

এই যুগান্তকারী সাফল্য অর্জন করার পর সংস্থার সিইও জিম দুখোভনি বলেছেন, এটি প্রথম ভিডিও, যেখানে একটি গাড়ি সড়কে চলার পর সরাসরি আকাশে উড়ে গেছে। তিনি আরো জানিয়েছেন, ভিডিওতে দেখা এই গাড়িটি Alef-এর Model Zero-এর একটি আল্ট্রালাইট প্রোটোটাইপ, যা পরবর্তী ধাপে বাণিজ্যিক মডেলে রূপান্তর করা হবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কেমন হবে এই উড়ন্ত গাড়িটি?

গাড়িটির স্পেসিফিকেশন নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথমত এই গাড়িতে দুজন বসতে পারবে। আকাশে ১১০ মাইল এবং রাস্তায় ২০০ মাইল চলতে পারবে গাড়িটি। শুধু তাই নয়, গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে উড়তে সক্ষম অর্থাৎ, অটো পাইলট মোড থাকবে। গাড়িটির নিচের অংশে রয়েছে আটটি ঘূর্ণনক্ষম মোটর, যা গাড়িটিকে স্বচ্ছন্দে উড়তে সাহায্য করে। রাস্তায় চলার জন্য চারটি ছোট ইলেকট্রিক ইঞ্জিন যুক্ত রয়েছে, যা আর পাঁচটি সাধারণ গাড়ির মতোই গতি দেয়। তবে বলে রাখা ভালো, এই গাড়ির গতি সর্বোচ্চ ৪০ কিলোমিটার/ঘন্টা।

READ MORE:  'ইংলিশ মিডিয়াম' গানে দুর্দান্ত নাচ, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন শিল্পী স্বপ্না চৌধুরী

কীভাবে বুকিং করবেন?

যদি আপনি এই ফিউচারিস্টিক ফ্লাইং কারটি কিনতে চান তাহলে মাত্র ১৩০০০ টাকা ডিপোজিট দিয়ে গাড়িটি বুকিং করতে পারবেন। তবে গাড়িটির বাজার মূল্য শুনলে হয়তো অনেকে সাধ্যের বাইরে চলে যাবে। গাড়িটির বাজার মূল্য ২ কোটি ৫০ লক্ষ টাকারও বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিগত কয়েক মাসে Alef Aeronautics ৩৩০০-টিরও বেশি প্রি-অর্ডার পেয়েছে।

একসময় যা ছিল রূপকথা, তা যেন বাস্তবে পরিণত হচ্ছে। হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই আমাদের শহরে আকাশেই ফ্লাইং কার দেখা যাবে। যানজটের চিন্তা ছাড়াই মানুষ মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই পৌঁছে যাবে। এখন দেখার বিষয়, কবে বাণিজ্যিকভাবে এই গাড়ি বাজারে আসে এবং দৈনন্দিন জীবনে কীভাবে প্রভাব ফেলে।

READ MORE:  বিমানের মধ্যে হঠাৎ সব পোশাক খুলে তাণ্ডব মহিলার! তারপর যা ঘটল, ভাইরাল ভিডিও

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.