তিনি বাঙালির আবেগের অন্য নাম। নিজের অসামান্য কন্ঠে তিনি মুগ্ধ করেছেন আপামর ভারতবাসীকে। তার গানের গলাকে পছন্দ করে না, তার গান শুনে মোহিত হয় না এমন ভারতীয় মেলা ভীষণ রকম দুষ্কর। আর বাঙালি তো ছেড়ে দিন। বাঙালির গর্ব তিনি। বাঙালি গর্ব করে বলে শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) আমাদের মেয়ে।
বলাই বাহুল্য, ভূ-ভারতে এমন খুব কম মানুষ আছেন যিনি হয়ত বা তাকে পছন্দ করেন। বা তার গানের ভক্ত নন। আসলে তার গলাকে ভগবান প্রদত্ত বলা হয়। বলা হয়ে থাকে মা সরস্বতী নাকি স্বয়ং বাস করছেন তার কন্ঠে। এমনই সুরেলা এমনই মিষ্টি কন্ঠ তার।
ভারতীয় সংগীতের সব থেকে বড় দুইজন আইকন হলেন আশা ভোঁসলে এবং লতা মঙ্গেশকর। শ্রেয়া ঘোষাল সম্পর্কে বলা হয়ে থাকে তার গলায় নাকি এই দুজনেরই ছোঁয়া পাওয়া যায়। এতটাই ভার্সেটাইল তিনি। শ্রেয়া ঘোষাল আদতে প্রবাসী বাঙালি। বাংলার সঙ্গে তার নিবিড় যোগ থাকলেও তার বড় হয়ে ওঠা রাজস্থানে। সেই কারণেই বাংলার পাশাপাশি হিন্দি ভাষাও তার কাছে অত্যন্ত সহজাত।
ভারতবর্ষের প্রচুর ভাষাতে গান গেয়েছেন তিনি। এমন অনেক ভাষা আছে যা না বুঝেও গাইতে হয়। তবে কি জানেন শ্রেয়া ঘোষালের কাছে সব থেকে কঠিন কোন ভারতীয় ভাষা? একবার এক সাংবাদিক সম্মেলনে তিনি খোলসা করে জানিয়েছিলেন কোন ভাষা তার কাছেও কঠিন লাগে।
সমস্ত রকমের ভারতীয় ভাষাতে গান গাইলেও শ্রেয়া ঘোষালের কাছে কঠিনতম ভাষা হচ্ছে দুটি। তামিল এবং মালায়ালাম। একবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছিলেন তিনি। কিছুতেই এই দুই ভাষায় সরগড় হতে পারেন না। যদিও এই দুই ভাষায় তিনি অজস্র গান গেয়েছেন। এবং খুবই দক্ষতার সঙ্গে গেয়েছেন।