চাপে হিরো-বাজাজ, দুর্ধর্ষ বাইক নিয়ে ভারতে ব্যবসা করতে ফিরছে চীনের বিখ্যাত কোম্পানি

ভারতের মোটরসাইকেলের বাজারে প্রত্যাবর্তন করতে চলেছে চিনের বিখ্যাত টু-হুইলার কোম্পানি সিএফমোটো (CFMoto)। বিগত কয়েক বছরে আন্তর্জাতিক বাজারে দারুন সাফল্য পেয়েছে কোম্পানিটি। এবার ভারতেও সেই ছন্দ ধরে রাখার চেষ্টায় নামছে তারা। জানা গিয়েছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে নতুন বাইকের হাত ধরে এ দেশে প্রত্যাবর্তন করতে পারে তারা। এই বাইকটির নাম 450MT।

CFMoto ভারতে ব্যবসা করতে ফিরছে

২০১৯ সাল থেকে সীমিত সময়ের জন্য দেশে বাইকের বিক্রি জারি রেখেছিল কোম্পানি। দেশে BS6 নিয়ম চালু হওয়ার পর কিছু বাইক নতুন নির্গমন বিধি মেনে আপডেট করেছিল সংস্থা। তবে কম চাহিদার জন্য বিক্রি স্থগিত রাখা হয়। হায়দরাবাদের AMW মোটরসাইকেল নামক কোম্পানির মাধ্যমে দেশে বাইক বিক্রি করত চিনা বাইক নির্মাতা। এবার শোনা যাচ্ছে, নতুন পার্টনারের সঙ্গে হাত মেলাতে চলেছে সিএফমোটো।

READ MORE:  Jawa 350 Legacy Edition Launched: রয়্যাল এনফিল্ডের সঙ্গে চলবে ফাইট, Jawa 350 Legacy এডিশন লঞ্চ হল ভারতে | Jawa 350 Legacy Edition Price

CFMoto 450MT বাইকের স্পেসিফিকেশন

উল্লেখ্য বিষয়, দেশে শেষবার যখন বাইক বিক্রি করেছিল কোম্পানি তখন আর এখনের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে ইউরোপে বেশ কিছু প্রিমিয়াম বাইক এনেছে তারা। এর মধ্যে সম্ভবত সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে CFMoto 450MT অ্যাডভেঞ্চার বাইক। এতে রয়েছে প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন এবং দুর্দান্ত অফ রোডিং দক্ষতা।

READ MORE:  ভারতে লঞ্চ হল KTM-এর নতুন বাইক, ডিজাইন, ফিচার্স মনে ঝড় তুলবে

বাইকে পাওয়া যাবে ২১/১৮ ইঞ্চির চাকা, ২০০ মিলিমিটার সাসপেনশন ট্রাভেল এবং ৮০০ মিলিমিটার উঁচু সিট। এই বাইকটির দামও কম রাখতে পারে কোম্পানি, যাতে অ্যাডভেঞ্চার বাইকের মধ্যে রয়্যাল এনফিল্ড এবং কেটিএমকে টক্কর দিতে পারে। এই বাইকের দামের উপর তো নজর থাকবেই, পাশাপাশি MT450 এর পর আরও বেশ কিছু মোটরসাইকেল আনার প্রস্তুতি করছে কোম্পানি। সবমিলিয়ে ভারতের বাজার পাখির চোখ করেছে চিনের সিএফমোটো।

READ MORE:  Yamaha FZ-S Fi Hybrid: মাইলেজ নিয়ে চিন্তার দিন শেষ! দেশের প্রথম হাইব্রিড বাইক লঞ্চ করে চমকে দিল Yamaha | Yamaha FZ-S Fi Hybrid Launched

Scroll to Top