সামান্য খরচে বিদেশ ট্যুর! খুব সস্তায় থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়া নিয়ে যাচ্ছে IRCTC

শ্বেতা মিত্র, কলকাতা: নতুন বছরে বিদেশ ঘুরতে যেতে ইচ্ছুক? কিন্তু হাতে টাকাপয়সা কম আছে? তাহলে আপনার চিন্তার দিন শেষ এবং ব্যাগপত্তর গুছিয়ে নিন। কারণ আবারো একবার IRCTC এমন এক প্যাকেজ আনল যা আপনাকে অবাক করে দেবেই দেবে। এবার একদম আপনার হাতের নাগালের মধ্যেই আবার কম খরচে বিদেষ ভ্রমণ হয়ে যাবে। তাহলে চলুন জেনে নেবেন আইআরসিটিসির নতুন ভ্রমণ প্যাকেজ সম্পর্কে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

IRCTC -র নতুন প্যাকেজ

আজ আমরা আপনাকে IRCTC-এর একটি অসাধারণ ট্যুর প্যাকেজ সম্পর্কে বলতে যাচ্ছি। আইআরসিটিসি-র এই ট্যুর প্যাকেজের নাম “বেস্ট অফ এশিয়া”। এই ট্যুর প্যাকেজের আওতায় আপনি থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণের সুযোগ পাচ্ছেন। এই তিনটি দেশই তাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দর সৈকতের কারণে বিশ্বজুড়ে খুবই জনপ্রিয়।

READ MORE:  মূল থেকে হবে উৎখাত, বিশ্বে প্রথম টাইফয়েড ভ্যাকসিন বানিয়ে তাক লাগাল ভারত

সবথেকে বড় কথা, এই ট্যুর প্যাকেজে কোরাল আইল্যান্ড ট্যুর, নুং নুচ ভিলেজ ট্যুর, চাওফ্রায়া রিভার ক্রুজ, সাফারি ওয়ার্ল্ড, মেরিন পার্কের মতো আকর্ষণীয় পর্যটন স্থান ঘুরতে নিয়ে যাওয়ার হবে। সেইসঙ্গে নামি হোটেল, ভালো খাওয়া দাওয়া, উন্নত পরিবহন ব্যবস্থা তো থাকছেই।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কবে শুরু হচ্ছে যাত্রা?

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কবে থেকে এই যাত্রা শুরু হচ্ছে? IRCTC -র প্যাকেজ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি এই প্যাকেজ ট্যুরের অধীনে যাত্রা শুরু হবে। ইন্দোর থেকে এই সফর শুরু হবে। মোট ১২ দিন, ১১ রাতের ট্যুর প্যাকেজ এটা।ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, ডিনার-সবই অন্তর্ভুক্ত এই প্যাকেজের অধীনে। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্য়ান্ডে তিন স্টার হোটেলে রাখা হবে পর্যটকদের। পর্যটকদের আবার ট্রাভেল বীমাও দেওয়া হবে বৈকি।

READ MORE:  ১০ হাজার চালান সহ ৬ মাস জেল! বদলে গেল ট্রাফিক আইন, দেখে নিন কোথায় কত জরিমানা

খরচ কত?

এবার আসা যাক মূল বিষয়ে অর্থাৎ এই ট্যুর প্যাকেজটি নিলে আপনার কত টাকা খরচ হবে? ট্রিপল শেয়ারিংয়ে প্রতি ব্যক্তির মাথা পিছু খরচ হবে ১ লক্ষ ৫১ হাজার টাকা। কেউ যদি একা ভ্রমণ করতে চান, তবে জনপ্রতি খরচ ১ লক্ষ ৯৫ হাজার টাকা এবং দুইজনে ভ্রমণ করতে গেলে, মাথা পিছু খরচ পড়বে ১ লক্ষ ৫১ হাজার টাকা।

READ MORE:  হুড়োহুড়ি করে ট্রেন ধরার দিন শেষ, বাংলার গুরুত্বপূর্ণ ৪০টি স্টেশনে বিশেষ জিনিস বসাচ্ছে পূর্ব রেল
Scroll to Top