শ্বেতা মিত্র, কলকাতা: বৃষ্টি অতীত, ফের একবার নতুন করে ঘন কুয়াশার আড়ালে চলে যেতে চলেছে বাংলার বেশিরভাগ জেলা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যদিও আজ মঙ্গলবার বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। অর্থাৎ ভোরের দিকে গায়ে গরম জামাও রাখতে হবে আবার সঙ্গে ছাতাও রাখতে হবে, নইলেই বিপদ। যাইহোক, চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দক্ষিণবঙ্গের আবহাওয়া
অনেক হল বৃষ্টি, আপাতত কলকাতা-সহ দক্ষিণের সর্বত্র আবার কিছু দিন শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে তাপমাত্রাও আবার বেশ খানিকটা কম থাকবে। দাপট থাকবে ঘন কুয়াশার। কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ মিটারের নীচে। আজ যে যে জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট থাকবে সেগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান বাঁকুড়া।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ আবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলো হল দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার।আবার ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছেন দার্জিলিং, কালিম্পঙ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দার্জিলিঙের কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আগামীকালের আবহাওয়া
আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টি হবে না। হাওয়া অফিস জানিয়েছে, বুধ, বৃহস্পতি কোথাও উল্লেখ্যযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই।দার্জিলিঙ-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে।তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস।