লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

India Vs England IML: চ্যাম্পিয়নস ট্রফির মাঝেই আজ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন শচীন, কখন কোথায় দেখবেন খেলা? | International Masters League T20 2025

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের প্রথম আসরেই শ্রীলঙ্কা মাস্টার্সকে চেনা ভঙ্গিতে হারিয়েছে শচীন তেন্ডুলকরের নেতৃত্বাধীন ইন্ডিয়া মাস্টার্স (India)। লঙ্কানদের বুকে যন্ত্রণার কারণ হয়ে এবার ইংলিশ ক্রিকেটার ইয়ন মর্গ্যানের ইংল্যান্ডের (England) বিপক্ষে মাঠে নামবে মাস্টার ব্লাস্টারের ভারত।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

যেই হাইভোল্টেজ ম্যাচের জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন ভক্তরা। কিন্তু ভারত বনাম ইংল্যান্ড মাস্টার্স লিগের এই ধুন্ধুমার ম্যাচ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? ম্যাচের সময়ই বা কী? কোন টিভি চ্যানেল বা অনলাইন OTT-তে দেখা যাবে এই ম্যাচ? যাবতীয় প্রশ্নের উত্তর থাকছে আজকের প্রতিবেদনে।

কবে, কখন ও কোথায় গড়াবে ভারত বনাম ইংল্যান্ড মাস্টার্স লিগ ম্যাচ? | International Masters League T20 2025 |

বেশ কিছু রিপোর্ট মারফত খবর, ভারত বনাম ইংল্যান্ড মাস্টার্স লিগের চলতি মরসুমের তৃতীয় লিগ ম্যাচটি অনুষ্ঠিত হবে 25 ফেব্রুয়ারি, মঙ্গলবার। জানা যাচ্ছে, ইংলিশ বাহিনীর বিরুদ্ধে ভারতীয়দের লড়াইটা শুরু হবে মঙ্গলবার সন্ধ্যা 7টা বেজে 30 মিনিট নাগাদ।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সে ক্ষেত্রে ম্যাচের টস প্রক্রিয়া শুরু হবে ঠিক 30 মিনিট আগে অর্থাৎ সন্ধ্যা 7 টায়। মাস্টার্স লিগের প্রকাশিত সুচি অনুযায়ী, আজকের ম্যাচটি গড়াবে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমি স্টেডিয়ামে।

READ MORE:  Team India: শূন্যস্থান পূরণে মরিয়া BCCI, টিম ইন্ডিয়ায় যোগ দিচ্ছেন KKR প্রাক্তনী! | BCCI May Appoints Ex KKR Staff

কোন টিভি চ্যানেল দেখা যাবে এই ম্যাচ?

ইংলিশ বাহিনীর বিপক্ষে তেন্ডুলকরদের লড়াইটা দেখতে অপেক্ষার প্রহর গুনছেন ভক্তরা। সে ক্ষেত্রে জানিয়ে রাখি, মঙ্গলবার সন্ধ্যায় অপেক্ষার অবসান হওয়ার পর ভারত বনাম ইংল্যান্ডের মাস্টার্স লিগের হাইভোল্টেজ ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে হলে কালার্স সিনেপ্লেক্স ও কালার্স সিনেপ্লেক্স সুপারহিটস চ্যানেলে চোখ রাখতে হবে।

বিনামূল্যে মুম্বইয়ের ম্যাচ দেখা যাবে অনলাইনেও

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবারের গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ তথা ভারত বনাম ইংল্যান্ড টুর্নামেন্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব নিয়েছে জিওহটস্টার। তাই সম্পূর্ণ বিনামূল্যে এই ম্যাচের লাইভ সম্প্রচার দেখতে হলে নিজের মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকে জিওহটস্টার অ্যাপ ডাউনলোড করে ম্যাচের আনন্দ উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, শুধুমাত্র ভারত বনাম ইংল্যান্ড ম্যাচই নয় চলতি টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেরই লাইভ স্ট্রিমিং হবে জিওহটস্টারে।

READ MORE:  Waqf Property: ভারত না পাকিস্তান, কোন দেশের কাছে ওয়াকফ সম্পত্তি বেশি? পরিসংখ্যান চমকে দেবে | India-Pakistan Waqf Property

এক নজরে দেখে নিন IML-এর ভারতীয় স্কোয়াড

শচিন তেন্ডুলকর (অধিনায়ক), যুবরাজ সিং, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নি, বিনয় কুমার, শাহবাজ নদিম, রাহুল শর্মা, নমন ওঝা, পবন নেগি, গুরকিরৎ সিং মন ও অভিমন্যু মিঠুন

অবশ্যই পড়ুন: জঙ্গি হানার ছক, আদৌ চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানে? ফাঁস গোয়েন্দা রিপোর্ট

এক নজরে মর্গ্যানদের স্কোয়াড

ইয়ন মরগ্যান (ক্যাপ্টেন), ইয়ান বেল, ফিল মাস্টার্ড, টিম ব্রেসনান, দিমিত্রি মাসকারেনহাস, ক্রিস স্কফিল্ড, মন্টি পানেসর, রায়ান সাইডবটম, স্টিভ ফিন, ডি ম্যাডি, স্টুয়ার্ট মেকার, ক্রিস ট্রেমলেট, টিম অ্যামব্রোজ, বয়েড ব়্যাঙ্কিং ও জো ডেনলি। ছবি- আইএমএল।

READ MORE:  পাকিস্তানে খুন ভারতের এক নম্বর শত্রু আবু কতাল, হাফিজ সইদের মৃত্যু নিয়েও জল্পনা
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.