প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এক দুষ্কৃতীর মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। মৃতের হাতে ট্যাটু দেখে সনাক্ত করেছে পরিবার। ঘটনায় অভিযুক্তের খুড়তুতো ভাই ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ। আসলে পরকীয়া সম্পর্ক ও চুরির মালের বাটোয়ারা নিয়ে বিবাদের জেরে এই নারকীয় খুন করা হয়েছে। আর সেই হাড়হিম করা ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরও এক ভয়ংকর কাণ্ড ঘটল সক্কাল সক্কাল। মিলল ফের মুণ্ডহীন দেহ (Headless Body)।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ঘটনাটি কী?
পুলিশ সূত্রের খবর, আজ অর্থাৎ মঙ্গলবার সকাল ৭টা নাগাদ আহিরীটোলার কাছে গঙ্গার কুমোরটুলি ঘাটের ধারে ঘটে এই ঘটনা। দুই সন্দেহজনক মহিলাকে ভারী ট্রলিব্যাগ টানতে দেখে স্থানীয়দের মনে সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তাঁদের পাকড়াও করে এবং জোর জবরদস্তি ব্যাগ খুলতেই শিউরে ওঠেন তাঁরা। দেখা যায় ট্রলিব্যাগের ভিতরে রয়েছে মুন্ডুহীন টুকরো করা দেহ। অবস্থা বুঝে তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। এরপর কুমোরটুলি ঘাট থেকে দুই মহিলাকে আটক করে উত্তর বন্দর থানার পুলিশ। তাঁদের দুজনেরই মুখ মাস্কে ঢাকা।
ট্রলি খুলতেই চক্ষু চড়কগাছ
ঘটনাস্থলে পুলিশ দু’জন মহিলাকে আটক করে ভ্যানে তুলেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ট্রলি ব্যাগটিকেও। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। তাঁদের দাবি, দুই মহিলাকে চেপে ধরলে তাঁদের কাছ থেকে ট্রেনের টিকিট পাওয়া যায়। আর সেই টিকিট সূত্রেই জানা গিয়েছে হাসনাবাদ লাইনের কাজিপাড়া থেকে তাঁরা ট্রেনে করে এসেছেন। প্রথমে ট্রেনে করে এসে ট্যাক্সি করে কলকাতার অন্যত্রও ট্রলি নিয়ে যান তাঁরা। সেখানেও নিশ্চয়ই দেহ ফেলার চেষ্টা করেন। কিন্তু সম্ভব হয়নি বলেই আহিরিটোলা ঘাটে এসে গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা করেন মহিলারা। আর তখনই স্থানীয়দের হাতে নাতে ধরা পড়ে মহিলারা।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথমে স্থানীয়দের ধারণা ছিল ট্রলির মধ্যে মৃত সারমেয়র দেহ রাখা রয়েছে। কিন্তু এত ভারী হওয়ায় সন্দেহ বাড়ে, আর তখনই ট্রলি খোলা হলে দেখা যায় সেখানে আছে এক মানুষের রক্তাক্ত দেহ। অনুমান, এই মৃতদেহটি কয়েকদিনের পুরনো। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ট্রলি ব্যাগটি। কিন্তু প্রশ্ন উঠছে সুতানুটি আউট পোস্টের ১০০ মিটারের মধ্যে গোটা ঘটনা হলেও কেন পুলিশ কিছু টের পেল না সেই নিয়ে উঠছে প্রশ্ন।