হবে ৫০ হাজার কর্মসংস্থান, এবার নতুন পরিকল্পনার পথে হাঁটল রাজ্য

বাংলার অর্থনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে চাইছে রাজ্য সরকার। মাছ চাষের ক্ষেত্রে দেশজুড়ে অগ্রগতি বাড়িয়ে বড়সড় পরিকল্পনার পথে হাঁটছে এবার রাজ্য। শুধু উৎপাদনে এগিয়ে থাকায় নয়, এবার কর্মসংস্থানের দিকেও নতুন পথ খুলে দেবে রাজ্য সরকার। ৫০,০০০ যুবক-যুবতীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

মৎস্য চাষে দ্বিতীয় থেকে প্রথম হওয়ার লক্ষ্য

“মাছে ভাতে বাঙালি”- এই প্রবাদ যেন বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশের দ্বিতীয় সর্বোচ্চ মৎস্য উৎপাদনকারী রাজ্য হল পশ্চিমবঙ্গ। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মৎস্য চাষ হয়।

READ MORE:  SBI Recruitment 2025: প্রায় ৩০০ শূন্যপদে নিয়োগ, চাকরিপ্রার্থীদের জন্য SBI-তে কাজ করার দুর্দান্ত সুযোগ | State Bank Of India Recruitment

পাশাপাশি দেশের মধ্যে মৎস্য চারা উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে রয়েছে। তবে এবার লক্ষ্য শুধু উৎপাদন বৃদ্ধি নয়, বাংলা যেন দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করতে পারে, সেজন্য রাজ্য সরকার এবার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

৫০ হাজার যুবক-যুবতীর প্রশিক্ষণ

রাজ্যের এই লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী দিনে ৫০ হাজার মানুষকে মাছ চাষের জন্য আধুনিক প্রকৌশল দিয়ে তৈরি করা হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে শুধুমাত্র মাছ চাষের পদ্ধতি নয়, জীববৈচিত্র, সংরক্ষণ, খাদ্য সরবরাহের কৌশল এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানোর প্রকৌশল শেখানো হবে।

সরকারের মতে, প্রশিক্ষণের পর যদি কেউ নিজস্ব পুকুর পা জলাশয়ে মাছ চাষ শুরু করে তাহলে মাসে গড়ে ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা আয় করা যাবে। ফলে শুধু কর্মসংস্থানই হবে না, রাজ্যের সামগ্রিক আর্থিক আয়ও বৃদ্ধি পাবে।

READ MORE:  8th Pay Commission: মঞ্জুরি দিলেও ২০২৬ সালে আসছে না অষ্টম বেতন কমিশন! কর্মীদের হতাশ করে ইঙ্গিত সরকারের | 8th Pay Commission Is Unlikely To Be Implemented From 1st January 2026

কর্মসংস্থান এবং ভবিষ্যতের সুযোগ

রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে শুধুমাত্র মৎস্য চাষীরাই লাভবান হবে না, বরং সংলগ্ন অন্যান্য ক্ষেত্রেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মাছ ধরার সরঞ্জাম, উৎপাদন, মাছ সংরক্ষণ, রপ্তানি ও আমদানি, বিভিন্ন ক্ষেত্র কাজের সুযোগ আরো বৃদ্ধি পাবে। এছাড়া রাজ্য সরকার বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান করবে বলে আশ্বাস দিয়েছে।

READ MORE:  FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে ৯.৫০% অবধি সুদ দিচ্ছে এই ৪ ব্যাঙ্ক, বিনিয়োগ করলেই মালামাল | 4 Bank Giving 9.50% Interest In Fixed Deposit

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী হচ্ছে

এদিকে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের দিকেও জোর দিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি কলকাতা নিউটাউনে ১১০০ বেডের একটি সুপার স্পেশালিস্ট হাসপাতাল গঠন করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। সরকারের ঘোষণা অনুযায়ী এই হাসপাতাল তৈরি হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান বৃদ্ধি হবে।

মৎস্য চাষে নতুন দিগন্ত খুলতে এবং বেকারত্ব দূর করতে পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। শুধুমাত্র প্রশিক্ষণ নয়, সঠিক পরিকল্পনার মাধ্যমে রাজ্য সরকার চাইছে বাংলাকে মৎস্য উৎপাদনকারী রাজ্যে পরিণত করতে। এর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে।