Realme Neo 7x Price: 6000mah ব্যাটারি ও 512 জিবি স্টোরেজের সঙ্গে একদম সস্তায় লঞ্চ হল Realme Neo 7x | Realme Neo 7x Specification

Realme Neo 7x অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হল। এই স্মার্টফোনে কোয়ালকমের নতুন Snapdragon 6 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির বড় আকর্ষণ হল ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা দ্রুত চার্জ করার জন্য ৪৫ ওয়াট চার্জিং সমর্থন করে। সঙ্গে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কোম্পানি দাবি করেছে, Realme Neo 7x ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP66, IP68 এবং IP69 রেটিং অফার করবে।

READ MORE:  এবার গ্লোবাল ফোন আনছে Vivo, বিক্রি হবে বিশ্বের বিভিন্ন প্রান্তে | Vivo V40 Lite Launch Date

Realme Neo 7x স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি নিও ৭এক্স ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ (১০৮০x২৪০০ পিক্সেল) অ্যামোলেড স্ক্রিন রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৫০০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট, এবং সর্বোচ্চ ২,০০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসরে চলে। ৮ জিবি/১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ।

রিয়েলমি নিও ৭এক্স এর পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফ্রন্টে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটি ৬০৫০ স্কোয়ার মিলিমিটার ভেপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম এবং ডুয়াল স্টেরিও স্পিকার দিয়ে সজ্জিত।

READ MORE:  Nothing Phone 3a Specification: অসাধারণ ক্যামেরার সঙ্গে আসছে Nothing Phone 3a, লঞ্চের আগে ডিজাইন প্রকাশ হল | Nothing Phone 3a Match 4 Launch Date

ফোনটিতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং সাপোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৬৬, আইপি৬৭, ও আইপি৬৯ মানদন্ড পূরণ করে বলে দাবি করা হয়েছে। ডিভাইসটি আকারে ১৬৩.১৫ x ৭৫.৬৫ x ৭.৯৭ মিমি এবং ওজন ১৯৪ গ্রাম।

Realme Neo 7x দাম ও লভ্যতা

চীনে রিয়েলমির এই ফোনের দাম ১,২৯৯ ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৬০০ টাকা। এটি ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য। অন্যদিকে, ১২ জিবি + ৫১২ জিবি মডেলের দাম ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৯,২০০ টাকা)। এটি ভারতে কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।

READ MORE:  সনি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার, সেল শুরু হচ্ছে Realme P3 সিরিজ ও iPhone 16e ফোনের

Scroll to Top