ভারতে অন্যতম সস্তা ইলেকট্রিক গাড়ি MG Comet। আজ মডেলটির নতুন সংস্করণ লঞ্চ করল কোম্পানি। এমজি গ্লোস্টার, এমজি অ্যাস্টর এবং এমজি হেক্টরের পর এমজি কমেট ইভির Blackstrom Edition ভারতে লঞ্চ হল। গাড়িটি টপ মডেল Exclusive ভেরিয়েন্টের উপর ভিত্তি করে তৈরি ও দাম রাখা হয়েছে ৭.৮০ লাখ টাকা (এক্স-শোরুম)। কোম্পানির দাবি, ব্যাটারি রেন্টাল প্ল্যানে প্রতি কিলোমিটারে ২.৫ টাকা খরচ হবে।
MG Comet EV Blackstrom Edition এর দাম ও বুকিং
ব্যাটারি সাবস্ক্রিপশন প্ল্যান ধরে এমজি কমেট ইভির দাম ৫ লাখ থেকে শুরু হয়ে ৭.৮০ লাখ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বুকিং। টোকেন মূল্য রাখা হয়েছে ১১,০০০ টাকা। রেন্টাল প্ল্যানের মাধ্যমে ব্যবহার করলে ব্যাটারি ভাড়া দিতে হবে প্রতি কিলোমিটার ২.৫ টাকা।
MG Comet EV Blackstrom Edition এর রেঞ্জ ও ফিচার্স
মূলত, এমজি কমেট ইভি ব্ল্যাকস্টর্ম এডিশনের ডিজাইনে সবথেকে বেশি নতুনত্ব রয়েছে। ভিতরে এবং বাইরে উভয় দিকেই লাল হাইলাইট-সহ সম্পূর্ণ কালো থিম রাখা হয়েছে। গাড়িতে মজুত ১৭.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা ফুল চার্জে রেঞ্জ দিতে পারে ২৩০ কিলোমিটার। এই ব্যাটারি প্যাক ও ইলেকট্রিক মোটর সর্বাধিক ৪২ হর্সপাওয়ার এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন করতে পারে।
গাড়িতে ফিচার্সের মধ্যে রয়েছে, ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন, ১০.২৫ ইঞ্চি ড্রাইভার ডিসপ্লে, ৪ স্পিকার সাউন্ড সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, এবং ম্যানুয়াল এসি। যাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে দুটি এয়ারব্যাগ, হিল-হোল্ড অ্যাসিস্ট, ইসিডি সহ এবিএস, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS) এবং সেন্সর-সহ একটি রিয়ার পার্কিং ক্যামেরা।