iQOO Neo 11 Series Feature: তৈরি হবে নতুন রেকর্ড, এই প্রথম স্মার্টফোনে 7000+ mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং | iQOO Neo 11 7000mah Battery

iQOO Z10 সিরিজের উপর যে কাজ শুরু হয়ে গিয়েছে তা সম্প্রতি বিভিন্ন প্রতিবেদন মারফত সামনে এসেছে। সংস্থা এখনও কিছু না বললেও, লাইনআপে Z10x, Z10, Z10 Turbo এবং Z10 Turbo – এই চারটি ফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছে। চলতি বছরর মাঝামাঝি সময়ে আত্মপ্রকাশ ঘটতে পারে সিরিজটির। অন্যদিকে, কোম্পানির আরেক প্রিমিয়াম স্মার্টফোন মডেল, iQOO Neo 11 সিরিজ এই বছরের শেষে প্রকাশ হতে পারে।।এখন এই লাইনআপের বেশ কিছু ফিচার্স অনলাইনে ফাঁস হয়েছে।

READ MORE:  দাম কমলো Samsung, Vivo Realme ফোনের, ১৬ হাজার টাকার কমে কিনুন | Best 50MP Camera 6GB Ram Smartphones Under 16000

iQOO Neo 11 কেমন ফিচার্সের সঙ্গে আসবে

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার সোশ্যাল মিডিয়া পোস্টে একটি স্মার্টফোন সিরিজের তথ্য ফাঁস করেছেন। তিনি নাম উল্লেখ না করলেও, পোস্টের শেষে থাকা ইমোজি থেকে অনুমান, আসন্ন আইকিউ ফোনের কথাই বলা হয়েছে সেখানে, বিশেষ করে Neo 11 সিরিজের। iQOO Neo 11 ও Neo 11 Pro কয়েকটি কমন স্পেসিফিকেশন অফার করবে বলে জানা গিয়েছে।

READ MORE:  iQOO 15 Pro Feature: ডিসপ্লে ও ব্যাটারিতে বিরাট চমক! স্যামসাং, শাওমির ঘুম ছোটাতে আসছে iQOO 15 Pro | iQOO 15 2K LTPO OLED Display

দুই ফোনেই ২K রেজোলিউশনের ডিসপ্লে থাকবে, যা বর্তমান Neo 10 সিরিজের ১.৫K ডিসপ্লের তুলনায় একটি উল্লেখযোগ্য আপগ্রেড হতে চলেছে। নতুন ফোন দুটিতে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে, যা অপটিক্যাল ইন-ডিসপ্লে সেন্সরের থেকে উন্নত গতি এবং নির্ভুলতা প্রদান করে। iQOO Neo 11 সিরিজে ৭,০০০ এমএএইচ-এর বেশি ক্ষমতা সম্পন্ন একটি ব্যাটারি থাকতে পারে, যা ১০০ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করবে বলে আশা করা যায়।

READ MORE:  11 হাজার টাকা দাম কমে গেল iQOO-র এই দুর্দান্ত স্মার্টফোনের, অফার মিস করলে লস

iQOO Neo 11 লাইনআপ মেটাল মিডল ফ্রেম দিয়ে সজ্জিত থাকবে। খবর সত্যি হলে, এটি পূর্ববর্তী নিও-সিরিজ মডেলগুলিতে ব্যবহৃত প্লাস্টিকের ফ্রেম থেকে একটি বিশাল পরিবর্তন আনতে চলেছে। এছাড়া, বেস ও প্রো মডেলটিতে বেস ও প্রো মডেলে যথাক্রমে Snapdragon 8 Elite প্রসেসর ও এখনও অপ্রকাশিত Dimensity 9500 চিপসেট ব্যবহার হতে পারে।

Scroll to Top