লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

2025 Bajaj Dominar 400: চার বছরের অপেক্ষার অবসান, পালসারের ফিচার আসছে নতুন Dominar 400 বাইকে | 2025 Bajaj Dominar 400 Launch Date

Updated on:

অনেকদিন ধরেই Bajaj Dominar 400-এর নতুন ভার্সন লঞ্চ হওয়ার জল্পনা চলছে। কিন্তু, বাইকটি কবে আসবে সেই দিনক্ষণ এখনও জানায়নি কোম্পানি। তবে সম্প্রতি বাইক সংক্রান্ত একটি বড় তথ্য ফাঁস হয়েছে। যা Dominar 400 সম্পর্কে একটি ধারণা দিতে পারে ক্রেতাদের। জানা গিয়েছে, সম্প্রতি লঞ্চ হওয়া Pulsar NS400Z বাইকে যে এলসিডি টপ ম্যাট্রিক্স ইন্সট্রুমেন্ট কনসোল রয়েছে, সেটাই থাকবে নতুন ডমিনারে।

READ MORE:  2025 Tata Punch Facelift Features: বাজার কাঁপাতে আসছে টাটা পাঞ্চের নতুন সংস্করণ, ফিচার্স শুনলে অবাক হয়ে যাবেন | 2025 Tata Punch Facelift Price

সূত্রের খবর, Dominar 400 বাজাজের সবথেকে দামি বাইক হতে চলেছে। তাই এতে বেশ কিছু অ্যাডভান্স ফিচার্স আশা করতেই পারেন ক্রেতারা। ২০২১ সালে এই বাইকের শেষ আপডেটেড ভার্সন প্রকাশ করেছিল কোম্পানি। প্রায় চার বছর কেটে গিয়েছে এখনও কোনো বড় আপডেট পায়নি ডমিনার। নতুন LCD ডিসপ্লে ছাড়াও, OBD-2B নির্গমন বিধি বাইকের ৩৭৩ সিসি ইঞ্জিন আপডেট করা হবে।

READ MORE:  দেউলিয়া হওয়া KTM-কে বাঁচাতে ১,৩৬৪ কোটি টাকা সাহায্য করছে Bajaj Auto | Bajaj Auto invests 1364 crore in KTM

NS400Z বাইকে ইলেকট্রিক থ্রটল রয়েছে, তাই ডমিনারেও সেই ফিচার আশা করা যায়। নতুন এলসিডি ডিসপ্লে একটি বড় চমক হতে পারে, যেখানে বাইক সম্পর্কিত সমস্ত তথ্য দেখা যাবে। বাইকের হার্ডওয়্যার সংক্রান্ত খুব বেশি তথ্য এখনও জানা যায়নি। ইঞ্জিনের আউটপুট আগের মতোই ৩৯.৪২ বিএইচপি এবং ৩৫ এনএম থাকবে।

Bajaj Dominar 400 মডেল অ্যাডভেঞ্চার বাইক হিসাবেও ব্যবহার করেন অনেকে। সেই চাহিদা মাথায় রেখে এতে থাকতে পারে রাইডিং মোড এবং ABS মোড। সূত্রের দাবি, Dominar 400 বাইকের আপডেট ভার্সনের দাম শুরু হতে পারে ২.৩৫ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  TVS HLX Series Global Sales: বিশ্বের ৫৭টি দেশের বাজার কাঁপিয়ে রেকর্ড TVS-এর এই বাইকের, বিক্রি শুনলে চমকে যাবেন
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.