iPhone 17e Price: আগামী বছরের এই সময়ে লঞ্চ হবে iPhone 17e, এখন থেকে জমানো শুরু করুন টাকা

আইফোন ব্যবহার করার স্বাদ মেটাতে চান? আপনার বাজেট কম হলেও তা সম্ভব। তবে অপেক্ষা করতে হবে এক বছর। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে লঞ্চ হতে পারে iPhone 17e। কারণ চলতি মাসে লঞ্চ হয়েছে iPhone 16e। এই ধারা বজায় রেখে আগামী বছর ঠিক এই সময়ে স্মার্টফোনটি বাজারে আসতে পারে। কোম্পানির সবথেকে সস্তা স্মার্টফোনগুলির মধ্যে একটি iPhone 16e। দাম ৫৯,৯০০ টাকা। সুতরাং আশা করা হচ্ছে, iPhone 17e এর দাম খুব বেশি থাকবে না।

iPhone 17e : লঞ্চ হওয়ার সম্ভাব্য তারিখ

CIRP এর এক অ্যানালিস্টের দাবি, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে লঞ্চ হতে পারে iPhone 17e। সাধারণত নতুন ডিভাইস লঞ্চ করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সাইকেল মেনে চলে অ্যাপল। যেমন আইফোন ১৪, ১৫, ১৬ সিরিজ প্রতি বছর দ্বিতীয়ার্ধে সেপ্টেম্বর নাগাদ বাজারে আসে। তেমনই নতুন চালু হওয়া “e” সিরিজ ফেব্রুয়ারিতে আসতে পারে। পাশাপাশি এই সিরিজকে Google Pixel A সিরিজের মতো নিয়মিত করতে পারে অ্যাপল।

READ MORE:  Flipkart OMG Sale: বিরাট সস্তায় ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পাওয়ারফুল Realme ফোন, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অবিশ্বাস্য অফার | Realme GT 6 Price

iPhone 17e : সম্ভাব্য দাম

আইফোন ১৬ সিরিজের একাধিক ফিচার রয়েছে আইফোন ১৬e মডেলে। সুতরাং, আশা করা হচ্ছে, এই বছর যে আইফোন ১৭ সিরিজ লঞ্চ হবে তার একাধিক ফিচার থাকবে আইফোন ১৭e তে। যেমন – এআই ফিচার, নতুন প্রসেসর, ক্যামেরা এবং ডিসপ্লেতে উন্নতি। এই ফিচার অনুযায়ী দাম রাখা হতে পারে ফোনের। উদাহরণস্বরূপ, আইফোন ১৬e এর দাম রাখা হয়েছে ৫৯,৯০০ টাকা। এটির ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। আজ থেকে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ভারতে এই ফোনের সেল চালু হল।

READ MORE:  এক চুটকিতে স্মার্টফোন থেকে খালি হবে 7 জিবি স্টোরেজ, জেনে নিন কীভাবে

আশা করা হচ্ছে, যেহেতু অ্যাপলের এটি এন্ট্রি-লেভেল সিরিজ, তাই দাম খুব বেশি হবে না। পুরনো ট্র্যাক রেকর্ড অনুযায়ী, ১০ হাজার টাকা দাম বাড়াতে অ্যাপল। এক্ষেত্রে বলে রাখি, এই আইফোন “e” সিরিজ হল আইফোন “SE” সিরিজের নতুন সংস্করণ, বা বলা যেতে পারে SE সিরিজ থেকে e সিরিজে স্থানান্তর করেছে কোম্পানি। এখন দেখার কী কী ফিচার এবং কেমন রেঞ্জের মধ্যে লঞ্চ হয় আইফোন ১৭e ভ্যারিয়েন্ট।

READ MORE:  চোখের নিমেষে ফুল চার্জ, সেরা পাঁচ ফাস্ট চার্জিং স্মার্টফোন, Realme থেকে OnePlus আছে লিস্টে

Scroll to Top