Weather Today: চোখ রাঙাচ্ছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা, ৪ জেলায় তেড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস! আজকের আবহাওয়া | Rain Possibilities In North Bengal 4 Districts

শ্বেতা মিত্র, কলকাতা: দুয়ারে নতুন করে এসে হাজির হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আর এর জেরে নতুন করে বাংলার বেশ কিছু জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আজ শনিবার অর্থাৎ সপ্তাহান্তেও সেটার ব্যতিক্রম ঘটবে না। আজ আবার মার্চ মাসের ১ তারিখ। অর্থাৎ নতুন মাসের শুরুতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার (Weather Today) সাক্ষী থাকতে চলেছেন বাংলার মানুষ। এমনিতেই ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে ছিল উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এদিকে বেলা বাড়তেই নতুন করে বজ্রবিদ্যুৎ সহ তেড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মেঘে ঢাকতে শুরু করেছে আকাশ। ফলে আপনারও যদি বাড়ি থেকে বেরোনোর প্ল্যান হয়ে থাকে তাহলে সঙ্গে ছাতা রাখতে কিন্তু ভুলবেন না।

READ MORE:  উথাল পাথাল বঙ্গোপসাগর, সকাল সকাল ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। বৃষ্টি আপাতত হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, আজ গোটা দক্ষিণবঙ্গে বেলা বাড়ার সাথে আংশিক মেঘলা থাকবে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। আবহাওয়া শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি ও উচ্চ পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও নিচু পার্বত্য অঞ্চলে হতে পারে শিলাবৃষ্টিও।

READ MORE:  Weather Update: বৃষ্টিতে ভাসবে দোল, দক্ষিণবঙ্গের জন্য অশনি সংকেত! আগামীকালের আবহাওয়া | Rain Will Happen In Many Districts Of South Bengal

আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মূলত ৪ জেলায়। সেই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। কিছু কিছু জায়গায় সাময়িক ঝড়ো হাওয়ায় গতিবেগ হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত।

আগামীকালের আবহাওয়া

রবিবার আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।এছাড়াও দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে।

READ MORE:  Tomorrow's Weather: পাকাপাকি বিদায়? দক্ষিণবঙ্গে শীত নিয়ে লেটেস্ট আপডেট, আগামীকালের আবহাওয়া | South Bengal Winter Latest Update
Scroll to Top