সৌভিক মুখার্জী, কলকাতাঃ মার্চ মাসের শুরুতেই সাধারণ মানুষের পকেটে নতুন ধাক্কা। ইতিমধ্যেই বেড়ে গিয়েছে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। হ্যাঁ ঠিকই শুনেছেন। তবে এবার কি পালা পেট্রোল ডিজেলের (Petrol Diesel Price)? প্রতিদিনের মতো আজ সকালেও দেশের সমস্ত তেল বিপণনকারী সংস্থাগুলি নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে। চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা তথা ভারতের প্রধান প্রধান শহরগুলিতে আজ পেট্রোল এবং ডিজেলের দর।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কলকাতার তেল বাজারের হালচাল
রাজ্যের রাজধানী কলকাতায় আজ পেট্রোল প্রতি লিটারে ১০৩.৯৪ টাকা। পাশাপাশি ডিজেলের দাম ৯০.৭৬ টাকা প্রতি লিটার। তবে রিপোর্ট বলছে, শহরের তুলনাই জেলাগুলিতে পেট্রোল-ডিজেলের দাম কিছুটা ভিন্ন।
১) হাওড়াতে আজ পেট্রোলের লিটার ১০৫.২৩ টাকা এবং ডিজেলের লিটার ৯১.৮১ টাকা।
২) উত্তর ২৪ পরগনায় আজ প্রতি লিটার পেট্রোল ১০৫.০১ টাকা এবং প্রতি লিটার ডিজেল ৯২.৫১ টাকা।
৩) দক্ষিণ ২৪ পরগনায় আজ প্রতি লিটার পেট্রোল ১০৫.৩৯ টাকা এবং প্রতি লিটার ডিজেল ৯২.০৬ টাকা।
৪) একইভাবে হুগলিতে আজ প্রতি লিটার পেট্রোল ১০৫.৫৬ টাকায় বিক্রি হচ্ছে এবং প্রতি লিটার ডিজেলের দর ৯২.১৯ টাকা।
৫) উত্তর দিনাজপুরে আজ প্রতি লিটার পেট্রোল ১০৫.১২ টাকা এবং প্রতি লিটার ডিজেল ৯২.০৯ টাকা।
৬) মুর্শিদাবাদে আজ প্রতি লিটার পেট্রোল ১০৬.৩০ টাকা এবং প্রতি লিটার ডিজেল ৯২.৮৬ টাকা।
৭) নদীয়াতে আজ লিটার প্রতি পেট্রোল ১০৫.৫৭ টাকা এবং লিটার প্রতি ডিজেল ৯৩.১৩ টাকা।
৮) পশ্চিম বর্ধমানে আজ প্রতি লিটার পেট্রোল ১০৫.২৬ টাকা এবং প্রতি লিটার ডিজেল ৯১.৮৩ টাকা।
৯) কালিম্পং-এ আজ প্রতি লিটার পেট্রোল ১০৪.৫ টাকা এবং প্রতি লিটার ডিজেল ৯২.৪৯ টাকা।
দেশের প্রধান শহরগুলিতে বর্তমান তেলের দাম
কলকাতা ছাড়াও দেশের প্রধান প্রধান শহরগুলিতে আজ পেট্রোল ডিজেলের দাম কিছুটা ওঠানামা করেছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন শহরে কতটা পরিবর্তন হয়েছে।
১) চেন্নাইয়ে আজ পেট্রোলের দাম ১০০.৮৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯২.৪৪ টাকা প্রতি লিটার।
২) একইভাবে মুম্বাইতে আজ প্রতি লিটার পেট্রোল ১০৩.৪৪ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৮৯.৯৭ টাকা।
৩) রাজধানী দিল্লিতে তুলনামূলকভাবে পেট্রোল ডিজেলের দাম কম। এখানে প্রতি লিটার পেট্রোল ৯৪.৭২ টাকা এবং ডিজেল ৮৭.৬২ টাকা প্রতি লিটার।
৪) একইভাবে লখনৌতে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ৯৪.৬৫ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৮৭.৭৬ টাকা।
৫) ব্যাঙ্গালুরুতে আজ প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০২.৮৬ টাকায় এবং প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৮৮.৯৪ টাকায়।
কেন ওঠানামা করছে পেট্রোল-ডিজেলের দর?
পেট্রোল-ডিজেলের দাম নির্ধারিত হয় সাধারণত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপর ভিত্তি করে। ভারত তার চাহিদার ৮০%-এরও বেশি অপরিশোধিত তেল আমদানি করে থাকে। তাই বিশ্ববাজারে পেট্রোল-ডিজেলের দর ওঠানামা সারাদেশে প্রভাব পড়ে। এছাড়াও কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের শুল্ক, পরিবহন খরচ এবং অন্যান্য কর জ্বালানির দামে পার্থক্য সৃষ্টি করে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর কমলে দেশের বাজারেও তার প্রভাব পড়তে পারে। তাই যারা গাড়ি চালান বা নিয়মিত বাইক ব্যবহার করেন তাদের জন্য পেট্রোল-ডিজেলের দামের ওঠানামা সব থেকে গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিনের বাজারদর সম্পর্কে আপডেট থাকা অবশ্যই জরুরী।