স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য দারুণ খবর, সোনা থাকলেই এবার লাখ লাখ টাকা দেবে SBI

আমরা অনেকেই বাড়িতে সোনার গয়না বা অন্যান্য দামি সামগ্রী লকারে রেখে সুরক্ষিত রাখার চেষ্টা করি। কিন্তু যদি বলি সেই সোনা শুধু নিরাপদেই থাকবে না, বরং এর উপর সুদও দেওয়া হবে! ঠিক এমনই একটি সুযোগ নিয়ে আসলো ভারতীয় স্টেট ব্যাঙ্ক। 

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI তার Revamped Gold Deposit Scheme (R-GDS)-এর মাধ্যমে গ্রাহকদের সোনা সুরক্ষিত রাখার পাশাপাশি সুদের ব্যবস্থা করে দিচ্ছে। এই স্কিমের আওতায় সোনা জমা রাখলে নির্দিষ্ট মেয়াদ শেষে তা সোনা হিসাবে ফেরত নেওয়া যাবে অথবা বর্তমান বাজার মূল্যে হিসাবে নগদ টাকাও তুলে নিতে পারবেন।

SBI-এর Revamped Gold Deposit Scheme (R-GDS) কী?

২০১৫ সালে কেন্দ্র সরকার দেশের ঘরে ঘরে থাকা অব্যবহৃত সোনা কাজে লাগানোর জন্য এই স্কিম চালু করেছিল। SBI-এর Revamped Gold Deposit (R-GDS) স্কিমটি তিনটি পৃথক ক্যাটাগরিতে বিভক্ত, যেখানে বিভিন্ন সময়সীমার মধ্যে সোনা জমা রাখা যায় এবং সেই সোনার উপর সুদ পাওয়া যায়।

READ MORE:  হবে ৫০ হাজার কর্মসংস্থান, এবার নতুন পরিকল্পনার পথে হাঁটল রাজ্য

১) শর্ট টার্ম ব্যাঙ্ক ডিপোজিট (STBD)- এই ডিপোজিটের মেয়াদ থাকে ১ থেকে ৩ বছর। এখানে সুদের হার ১ বছরের জন্য ০.৫৫% এবং ২ বা ৩ বছরের জন্য ০.৬০%। এটি সরাসরি এসবিআই ব্যাংকের শাখায় খোলা যায়।

২) মিড টার্ম গভর্নমেন্ট ডিপোজিট (MTGD)- এই ডিপোজিটের মেয়াদ থাকে ৫ থেকে ৭ বছর। এখানে সুদের হার দেওয়া হয় ২.৫%। এটি ভারত সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

৩) লং টার্ম গভর্নমেন্ট ডিপোজিট (LTGD)- এখানে ডিপোজিটের মেয়াদ থাকে ১২ থেকে ১৫ বছর। এখানে সুদের হার থাকে ২.৫০%। দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে এখান থেকে স্থিতিশীল আয় পাওয়া যায়।

READ MORE:  ১৬,০০০ থেকে বেতন বেড়ে ৩৮,০০০ টাকা! এইসব কর্মীদের জন্যে সেরা খবর

SBI-এর এই স্কিম কেন বেছে নেবেন?

SBI-এর এই স্কিম অন্যান্য স্কিমের তুলনায় প্রচুর সুবিধা দিচ্ছে। যেমন-

  • এই স্কিমের আওতায় ব্যাংকের তত্ত্বাবধানে গচ্ছিত সোনা চুরি বা ক্ষতির কোনরকম আশঙ্কা থাকবে না।
  • অযথা বাড়িতে পড়ে থাকা সোনার গয়না বা অলংকারের মাধ্যমে প্রতি মাসে সুদ উপার্জন করা যাবে।
  • মেয়াদ শেষে গ্রাহকরা ইচ্ছা করলে নগদ অর্থ অথবা সোনার আকারে বিনিয়োগ ফিরিয়ে নিতে পারবেন।
  • এই প্রকল্প ভারত সরকারের অনুমোদিত। তাই নিরাপত্তা নিয়ে কোনরকম চিন্তা নেই।

কিভাবে এই স্কিমে সোনা জমা রাখবেন?

এই স্কিমে সোনা জমা রাখার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করুন-

  • সর্বপ্রথম নিকটবর্তী ভারতীয় স্টেট ব্যাংকের শাখায় গিয়ে আবেদন করুন। 
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন- আধার কার্ড, প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র ইত্যাদি জমা দিন।
  • সোনা জমা দেওয়ার পর ব্যাংক থেকে একটি সার্টিফিকেট দেওয়া হবে। 
  • মনে রাখবেন, নির্ধারিত সময় শেষে সুদ সহ সোনা বা নগদ টাকা উত্তোলন করে নিতে পারবেন।
READ MORE:  EPFO: শুধুই নয় নিশ্চিন্তে অবসর, PF অ্যাকাউন্ট থাকলেই মিলবে আরও সুবিধা, জানেন? | PF Account Benefits You Sholud Know

তাই যারা বাড়িতে থাকা সোনা কেবল লকারে রেখে দেন, তারা চাইলে ভারতীয় স্টেট ব্যাঙ্কের এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এতে একদিকে যেমন সোনার নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনই সুদের মাধ্যমে আয় করা সম্ভব হবে। তাই আর দেরি না করে আজই নিকটবর্তী ভারতীয় স্টেট ব্যাংকের শাখায় গিয়ে এই স্কিমে আবেদন করুন।

Scroll to Top