Lionel Messi: ভারতে আসছেন মেসি! খেলবেন কলকাতায়? ভাইরাল পোস্টে উত্তর খুঁজছে ভক্তরা | Messi Coming To India, Kolkata

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে আসছেন মেসি (Lionel Messi)! চলতি বছরের শুরুর দিকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তথা আর্জেন্টিনীয় তারকাকে নিয়ে এমন সুখবর শুনেছিলেন ভারতের ফুটবল প্রিয় মানুষজন। এবার সেই জল্পনাই উসকে গেল ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের সামাজিক পোস্টে। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিওনেল মেসির সাথে বেশ কিছু রঙিন মুহূর্তের ছবি শেয়ার করেছেন শতদ্রু। আর এর পরই ভারতে মেসির আগমন ঘিরে ফের দানা বেঁধেছে চর্চা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

মেসির বাড়িতে হাজির শতদ্রু

ভারতীয় ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের সাথে যোগাযোগ রয়েছে বহু নামী খেলোয়াড়ের। ফুটবল জগত তো বটেই সেই সাথে ক্রিকেটের দুনিয়াতেও বেশ খানিকটা পরিচিতি রয়েছে শতদ্রুর। এর আগে তাঁর উদ্যোগেই কলকাতায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, আর্জেন্টিনীয় বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজসহ ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো।

READ MORE:  Weather Update: বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বৃষ্টিতে ভিজবে ৪ জেলা, আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? | Temperature Will Hike 2-3 Degrees Coming Weekend

এবার সেই চেনা পথ ধরেই নাকি মেসির সাক্ষাৎ পেয়েছেন তিনি। হ্যাঁ, আগেই মেসি এবং মেসির বাবার সাথে দেখা করে এসেছেন শতদ্রু। শুক্রবার লিও ও তাঁর বাবার সাথে ক্যামেরাবন্দি মুহূর্ত সমাজ ম্যাধমে শেয়ার করেছেন তিনি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সোশ্যাল মিডিয়ায় সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের সাথে ছবি শেয়ার করে ভারতীয় ক্রীড়া সংগঠক লিখেছেন, শাহরুখের বাণী।

READ MORE:  PCB In Trouble With ICC: পণ্ড হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? আইসিসির সাথে বিরাট অশান্তি PCB-র! India Vs Pakistan Match Update

শতদ্রুর লেখায় ফুটে উঠেছে, মন থেকে কিছু চাইলে গোটা বিশ্ব তোমাকে সেই জিনিস পাইয়ে দেওয়ার চেষ্টা করবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পোস্ট দেখার পরই দুয়ে দুয়ে চার করে ফেলেছেন নেট নাগরিকরা। বেড়েছে মেসির ভারতে আসার জল্পনাও।

আদৌ কলকাতায় আসবেন মেসি?

অন্যান্য বিশ্বকাপজয়ী ফুটবলারদের পাশাপাশি মেসিকেও যে কলকাতায় নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করেছেন শতদ্র তা আর নতুন করে বলার অবকাশ রাখেনা। ওয়াকিবহাল মহল মনে করছেন, মেসির সাথে দেখা করে হয়তো তাঁকে কলকাতায় আশার অনুরোধ জানিয়েছেন ভারতীয় ক্রীড়া সংগঠক। তবে বাস্তব চিত্রটা খানিকটা আলাদা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শতদ্রু দত্তের পোস্টে লিওনেল মেসির ভারতে আসার কোনও প্রতিশ্রুতি বা ইঙ্গিত নেই। তবে আগামী দিনে মেসি যদি ভারতে পা রাখেন সেক্ষেত্রে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করছেন ভারতীয় ফুটবল ভক্তরা।

READ MORE:  এবার টানা আড়াই দিন বন্ধ থাকবে পরিষেবা, কবে থেকে? দিনক্ষণ জানাল কলকাতা মেট্রো
Scroll to Top