ফলোয়ার্স বাড়াতে ট্রেনে বসে থাকা রেলযাত্রীকে সপাটে চড় যুবকের! উচিত শিক্ষা দিল পুলিশ

এখন বহু মানুষের কাছেই ইউটিউব পেশা হয়ে গেছে। কেউ নিজের প্রতিভার জোরে সফল হয়েছেন। কেউ বা গোগ্রাসে খেয়ে। আবার কেউ উল্টোপাল্টা কাজ করে, কেউ বা শরীর দেখিয়ে। আবার কেউ পড়াশোনা শিখিয়ে। তবে বহু বেকার মানুষের কাছে আজ উপার্জনের অন্যতম রাস্তা youtube।

লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের দুনিয়াটা ক্রমেই বাড়ছে। ভালোরকম ভিউ আনতে পারলেই ব্যাংকে ঢুকবে মোটা টাকা।‌ আর সেটা করতে যে কোন‌ও রকমের পর্যায়ে পর্যন্ত নামতে পারে আজকাল মানুষ। তা করতে কি ঝামেলায় জড়ালেন এক ইউটিউবার।

READ MORE:  Sapna Choudhary: হলুদ শাড়িতে মোহনীয় ডান্স স্বর্ণকেশী স্বপ্নার, নেটিজেনরা বলছেন- "হলুদ প্রজাপতি"

ঘটনা কী? রিতেশ কুমার নামক ওই ইউটিউবার মাঝেমধ্যে বিভিন্ন রকমের কর্মকান্ড নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেন। আর সেই চ্যানেলের জন্যই ভিডিও বানাতে গিয়ে এবার ঝামেলায় জড়িয়েছেন তিনি। একেবারে সোজা পুলিশ কেস। আসলে এক ব্যক্তিকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ঘটনা হচ্ছে, নারায়ণ রোড রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা মহা কুম্ভগামী একটি ট্রেনের এক যাত্রীকে জানলা দিয়ে হাত বাড়িয়ে সপাটে চড় মেরেছেন তিনি। বেশ গর্বের সঙ্গে হাসতে হাসতে সেই ঘটনার ভিডিও করেছেন তিনি। ভেবেছিলেন এমন ঘটনা ভাইরাল করে ভালো টাকায় ইনকাম করবেন। ‌‌

তবে ঘটেছে উল্টো ঘটনা। তার এই কাজ একেবারেই ভালো চোখে দেখেনি নেটিজেনরা। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেই রেল পুলিশের কাছে এই ঘটনার তদন্ত করার আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতে পদক্ষেপ করে রেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই ইউটিউবারকে।

READ MORE:  তরুণীর হাত থেকে ফোন ছিনতাই! এক হাতে ঘুষ পেতেই তরুনীর মোবাইল ফেরত দিল বাঁদর

আরপিএফএর হাতে গ্রেফতার হতেই যাত্রীকে চড় মেরে হাবভাব নেওয়া ওই ইউটিউবার একেবারে ভয়ে জুজু হয়ে গেছে। আরপিএফ নিজেদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, ‘যাত্রীদের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না। চলন্ত ট্রেনে একজন যাত্রীকে চড় মারা হয়েছিল। সেই ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

Scroll to Top