লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

চীন-বাংলাদেশের ঘুম উড়বে! প্রজাতন্ত্র দিবসে ক্ষমতা প্রদর্শন করল মাহিন্দ্রার সামরিক গাড়ি

Updated on:

যুদ্ধের ময়দানে শক্তিশালী গাড়ি হিসাবে অনবদ্য Mahindra Armado ASLV। প্রজাতন্ত দিবসের প্যারেডে সাঁজোয়া গাড়িটি প্রদর্শনী করেছে ভারতীয় সেনা। উপস্থিত জনতার নজর কেড়েছে এই প্রকান্ড মিলিটারি গ্রেড নির্মিত গাড়িটি। এটি একটি আর্মারড লাইট স্পেশাল ভেহিকেল, যা বানিয়েছে ভারতীয় সংস্থা মাহিন্দ্রা।

Mahindra Armado ASLV : গাড়ির বৈশিষ্ট্য

মাহিন্দ্রার আর এক শাখা মাহিন্দ্রা ডিফেন্স সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে গাড়িটি। জানলে অবাক হবেন, এই গাড়িতে যে চেসিস রয়েছে তা Mahindra Thar এও রয়েছে। বিশেষত কম্বাটের জন্য তৈরি করা হয়েছে। এতে রয়েছে STANAG লেভেল ২ এবং B7 লেভেল ব্যালিস্টিক সুরক্ষা। ১০০০ কেজি ওজন নিতে পারে গাড়িটি।

READ MORE:  বাইকের দামে আস্ত গাড়ি, তাও আবার ইলেকট্রিক, তেল খরচ থেকে মিলবে মুক্তি

অস্ত্র বহন করার জন্য কাস্টমাইজ করার সুবিধা রয়েছে। এটি বর্ডারে নজরদারি চালানোর জন্যও ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি সন্ত্রাস দমন অভিযানের কথা মাথায় রেখে সেনাদের সবরকম সহায়তা করার দক্ষতা রয়েছে Armado এর কাছে। গাড়িতে রয়েছে ৩.২ লিটার টার্বো চার্জ ডিজেল ইঞ্জিন, যা সর্বাধিক ২১৫ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। গাড়িটি শুধু ডিজেল নয়, বিভিন্ন জ্বালানিতে চলতে পারে।

READ MORE:  2025 KTM 390 Duke Launch: মাইলেজ বাড়াতে যুক্ত হচ্ছে বিশেষ ফিচার, KTM-এর বাইক এবার পছন্দ হবে সকলের | 2025 KTM 390 Duke Price

টায়ার পাংচার হয়ে গেলেও ৫০ কিলোমিটার যেতে পারবে। রয়েছে অল হুইল সাসপেনশন অর্থাৎ সব রকম দুর্গম পথের জন্য সেরা ভারসাম্য দিতে সক্ষম। গাড়িটির সর্বোচ্চ গতি ১২০ কিমি প্রতি ঘণ্টা। ০-৬০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেয় ১২ সেকেন্ড। প্রযুক্তির দিক দিয়ে রয়েছে, পাবলিক এড্রেস সিস্টেম, জিপিএস, অটোমেটিক গ্রেনেড লঞ্চার, HF/UHF/VHF রেডিয়ো সিস্টেম ইত্যাদি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Ather Rizta: ইলেকট্রিক স্কুটার চালান মাতৃভাষায়! বাংলা, হিন্দি সহ নানা ভাষার সুবিধা আনল Ather | Ather Rizta Electric Scooter Multi Language
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.