শ্বেতা মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ, ব্যস তারপরেই বেশ কিছু। জেলায় তেড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার অর্থাৎ ছুটির দিন। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। সেইসঙ্গে আবার কোথাও কোথাও ৩০-৪৫ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও খবর। মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। যাইহোক, আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক দুই বঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। দক্ষিণবঙ্গের আবহাওয়া ক্রমশ গরম হতে শুরু করেছে। ভোরের দিকে কিছু জেলায় কুয়াশা থাকলেও বেলা বাড়তে সেটাও কেটে যাচ্ছে। সকাল ১০টা হতে না হতেই রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে। এদিকে মুর্শিদাবাদ, বীরভূমের কিছু অংশে ঝড় বৃষ্টি হলেও হতে পারে।
এখানেই শেষ নয়, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাসের মাঝামাঝিতেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। রাজ্যের অধিকাংশ জেলাতেও বাড়বে তাপমাত্রার পারদ।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গে আবহাওয়া সম্পর্কে। আলিপুর জানিয়েছে, এদিনও উত্তরের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দার্জিলিং, কালিম্পং পার্বত্য অঞ্চল ছাড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর দিনাজপুর, মালদায় বৃষ্টি হবে।
আগামীকালের আবহাওয়া
সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থানে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। রাজস্থান থেকে আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। যার জেরে অসম, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।