Nothing Phone 3a Pro Price: অবশেষে ফাঁস হল Nothing Phone (3a) সিরিজের দাম, মঙ্গলবারে লঞ্চ হবে দেশে | Nothing Phone 3a Launch Date March 4

Nothing Phone (3a) সিরিজ আগামী মঙ্গলবার ভারতে আসতে চলেছে। এই লাইনআপে দুটি ফোন লঞ্চ হবে- Nothing Phone (3a) ও আরও প্রিমিয়াম Nothing Phone (3a) Pro। ফোনগুলির ডিজাইন ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছে। সাথে একে একে বিভিন্ন ফিচার্স সামনে আসছে। আর এখন অনলাইনে Nothing Phone (3a) সিরিজের দাম ফাঁস হয়ে গিয়েছে।

ভারতে Nothing Phone (3a) ও (3a) Pro-র দাম

স্মার্টপিক্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে নাথিং ফোন (৩এ) ফোনটির বেস মডেলে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ থাকবে। দাম ২৪,৯৯৯ টাকা থেকে শুরু হওয়ার সম্ভাবনা। এছাড়া, ৮ জিবি + ২৫৬ জিবি এবং ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ অপশনেও পাওয়া যাবে। দাম যথাক্রমে ২৬,৯৯৯ টাকা ও ২৮,৯৯৯ টাকা হবে।

READ MORE:  Best Smartphone Under 12000: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi, OnePlus, Poco স্মার্টফোন, দাম শুরু ১০৯৯৯ টাকা থেকে | Best Smartphone 108 Megapixel Camera

অন্যদিকে, একই রিপোর্টে দাবি করা হয়েছে যে আরও প্রিমিয়াম নাথিং ফোন (৩এ) প্রো মডেলের দাম ৩১,৯৯৯ টাকা থেকে শুরু হবে। ডিভাইসটি ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবির আরও দুই স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে। দাম যথাক্রমে ৩৩,৯৯৯ টাকা ও ৩৫,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা।

Nothing Phone 3a সিরিজের স্পেসিফিকেশন

নাথিং ফোন (৩এ) সিরিজ অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে বলে আশা করা হচ্ছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। দুটি ফোনেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।

READ MORE:  গরীব মানুষদের স্বপ্নপূরণ করে অতি সস্তায় দুর্দান্ত স্মার্টফোন আনল লাভা

উভয় স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে দেখা যাবে, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর নিয়ে গঠিত হবে। তবে প্রো ভেরিয়েন্ট ৩x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স পাবে, যেখানে স্ট্যান্ডার্ড মডেল ২x জুম অফার করবে। সেলফির জন্য সামনের দিকে ২ মেগাপিক্সেল সিঙ্গল ক্যামেরা উপস্থিত থাকবে।

READ MORE:  ৪০০০ টাকা ডিসকাউন্ট, সস্তা iPhone 16e প্রথম সেলে বাম্পার ডিসকাউন্টে কেনার বিরাট সুযোগ

Scroll to Top