Holiday List: মার্চে একগাদা ছুটি, বন্ধ স্কুল কলেজ থেকে অফিস! দেখুন সরকারের হলিডে লিস্ট | March Government Holiday List School Collages Office Closed

শ্বেতা মিত্র, কলকাতা: শুরু হয়েছে মার্চ মাস। দেখতে দেখতে তিন দিন কেটেও গেল। নতুন মাস মানেই আবার নতুন নতুন ছুটির দিন বা তালিকা (Holiday List)। রবিবার তো ছুটি থাকছেই, সেই সঙ্গে মার্চ মাসে আর কবে কবে ছুটি থাকতে চলেছে সে ব্যাপারে সবারই কৌতূহল রয়েছে। মার্চ মাসের শুরুর দিকে খুব বেশি ছুটি না থাকলেও, পরের দিকে কিন্তু একের পর এক ছুটি পেয়ে যাবেন পড়ুয়া থেকে শুরু করে সরকারী বেসরকারী কর্মীরা।

কারণ এই মাসেই রয়েছে দোল পূর্ণিমা, হোলি, ইদ উল ফিতর। রবিবার মাঝে থাকায় এক টানা ছুটির সুবিধাও পেয়ে যাবেন এই মাসে। ফলত কাছেপিঠে কোথাও যাওয়ার ইচ্ছা থাকলে এখনই প্ল্যান করে নিতে পারেন।

মার্চ মাসে ছুটির তালিকা

আগামী ১৩ মার্চ দোল যাত্রা (শুক্রবার), ১৪ মার্চ হোলি (শনিবার)। এরপর ২৮ মার্চ জামাত উল বিদার জন্য ছুটি এবং ৩১ মার্চ ও ১ লা এপ্রিল ঈদের জন্য অতিরিক্ত ছুটি থাকবে। দোল, হোলি পরপর থাকে, সেই সঙ্গে তৃতীয় দিন পড়েছে রবিবার। মানে পর পর তিন দিন ছুটির মুডে থাকার সুযোগ। ৩০ তারিখ (রবিবার), ৩১ তারিখ (সোমবার) ও ১ এপ্রিল (মঙ্গলবার) ঈদের জন্য ছুটি দেওয়ার ফলে ফের টানা ছুটি পেয়ে যাবেন পড়ুয়ারা সহ সকল সরকারি কর্মীরা।

খুশি সকলে

ফলত মার্চ মাসে ছুটির তালিকার দৈর্ঘ্য মন্দ নয়। পরপর একটানা ছুটি ভোগ করার সুযোগ থাকছে। এই সময়টাকে কাজে লাগিয়ে টুক করে কাছেপিঠে কোথা থেকে ঘুরে চলেও আসতে পারবেন। সাধারণ এক সঙ্গে একটানা ছুটি চট করে পাওয়া যায় না। আবার এমনও হয় যে ছুটির দিনেই রবিবার, ফলত ছুটি মার যাওয়ার ঘটনাও বিরল নয়। এই মাসে এসবের কোনোটাই নেই। ছুটি পড়েছে বেবারেই। তাই বাড়তি অবসরের সুযোগ রয়েছে বসন্ত কালে।

READ MORE:  Lottery Horoscope: মার্চের প্রথম সপ্তাহেই বিরাট যোগ! লটারি কেটে মালামাল হবেন এই রাশির ব্যক্তিরা | Lottery Yog For March First Week

Scroll to Top