লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

PNB SO Recruitment 2025: বেতন ৪৮ হাজার টাকা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রচুর শূন্যপদে নিয়োগ, সহজেই করুন আবেদন | Punjab National Bank Recruitment

Published on:

সৌভিক মুখার্জি, কলকাতাঃ যারা ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখেন তাদের জন্য সুসংবাদ। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রচুর শূন্যপদে একটি নিয়োগের (PNB SO Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি ব্যাঙ্কিং সেক্টরে ক্যারিয়ার গড়তে চান তাহলে এটি আপনার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদে আবেদন জানাতে পারবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

মোট কয়টি শূন্যপদ রয়েছে, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, বয়স সীমা কত লাগবে, আবেদন কীভাবে করবেন, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি বিষয়গুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | PNB SO Recruitment 2025 |

বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে বিশেষজ্ঞ কর্মকর্তা (SO) পদে নিয়োগ করা হচ্ছে। তবে এর মধ্যে অফিসার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার ইত্যাদি বিভাগে নিয়োগ করা হবে। শূন্যপদ নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে মোট ৩৫০টি শূন্যপদ পাওয়া যাবে। যেখানে অফিসার (ক্রেডিট) বিভাগে ২৫০টি, অফিসার (ইন্ডাস্ট্রি) বিভাগে ৭৫টি, ম্যানেজার (আইটি) বিভাগে ৫টি, এরকম বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন শূন্যপদ রয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

যেহেতু এখানে বিভিন্ন বিভাগে নিয়োগ হচ্ছে, তাই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি বিভাগের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন অফিসার (ক্রেডিট) পদে আবেদন করার জন্য CA / CMA / CFA / MBA (Finance) বা PGDM (Finance) ডিগ্রি লাগবে। অফিসার (ইন্ডাস্ট্রি) পদে আবেদন করার জন্য B.E / B.Tech ডিগ্রি লাগবে, ডাটা সায়েন্টিস্ট পদে আবেদন করার জন্য B.E / B.Tech (IT, CS, Data Science) ডিগ্রি লাগবে।

READ MORE:  SBI Recruitment 2025: প্রায় ৩০০ শূন্যপদে নিয়োগ, চাকরিপ্রার্থীদের জন্য SBI-তে কাজ করার দুর্দান্ত সুযোগ | State Bank Of India Recruitment

বয়স সীমা কত লাগবে?

বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, JMGS-I গ্রেডের পদগুলিতে আবেদন করতে বয়স লাগবে ২১ বছর থেকে ৩০ বছর, MMGS-II গ্রেডের পদগুলিতে আবেদন করতে বয়স লাগবে ২৫ বছর থেকে ৩৫ বছর এবং MMGS-III গ্রেডের পদগুলিতে আবেদন করার জন্য বয়স লাগবে ২৭ বছর থেকে ৩৮ বছর।

বেতন কত দেওয়া হবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, JMGS-I গ্রেডের পদগুলিতে চাকরি পেলে প্রতি মাসে ৪৮,৪৮০/- টাকা থেকে ৮৫,৯২০/- টাকা বেতন দেওয়া হবে, MMGS-II গ্রেডের পদগুলিতে চাকরি পেলে প্রতি মাসে ৬৪,৮২০/- টাকা থেকে ৯৩,৯৬০/- টাকা বেতন দেওয়া হবে এবং MMGS-III গ্রেডের পদগুলিতে চাকরি পেলে প্রতি মাসে ৮৫,৯২০/- টাকা থেকে ১,০৫,২৮০/- টাকা বেতন দেওয়া হবে।

READ MORE:  ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হতে পারে! এখনই আধার কার্ডে এই কাজটি করুন

আবেদন কীভাবে করবেন?

যার এই পদগুলিতে আবেদন করতে চান তারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে। তবে বলে রাখি, আবেদন জমা দেওয়ার আগে অবশ্যই আবেদন ফি প্রদান করতে হবে।

READ MORE:  RRB Min & Iso Categories Recruitment 2025: ভারতীয় রেলে ১০৩৬টি শূন্যপদে পদে নিয়োগের বিজ্ঞপ্তি | Indian Railways Recruitment

এক্ষেত্রে SC/ST/PwBD প্রার্থীদের জন্য ৫৯/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে এবং অন্যান্য সকল ক্যাটাগরি প্রার্থীদের জন্য ১১৮০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে আবেদন শুরু হচ্ছে ৩রা মার্চ, ২০২৫ তারিখ থেকে এবং আবেদন চলবে ২৪শে মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়াই ভালো।

নিয়োগ কীভাবে করা হবে

বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে অনলাইন লিখিতে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল নোটিশ- Download Now

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.