ফ্ল্যাগশিপ ফোনের শখ? Samsung Galaxy S25 কিনতে পারবেন 7 হাজার টাকার কমে

ক্যালিফোর্নিয়ার সান জোসেতে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে Galaxy S25 সিরিজ বিশ্বব্যাপী লঞ্চ করার ঠিক পরে, ভারতেও এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে এসেছে Samsung। গ্লোবাল মার্কেটের মতো এদেশে Galaxy S25, Galaxy S25+, ও Galaxy S25 Ultra পাওয়া যাচ্ছে। বেস মডেল অর্থাৎ Galaxy S25 লঞ্চ লঞ্চ হয়েছিল ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। দাম শুরু হয়েছিল ৮০,৯৯৯ টাকা থেকে। তবে এখন কম দামে Samsung একটি নতুন ভ্যারিয়েন্ট যোগ করেছে বলে জানা গিয়েছে।

READ MORE:  Realme Narzo 70 Turbo 5G Price: ১৫ হাজার টাকার মধ্যে সবচেয়ে দ্রুত স্মার্টফোন, Realme Narzo 70 Turbo 5G আজ বাম্পার ছাড়ে কেনার সুযোগ | Realme Narzo 70 Turbo 5G Discount

@yabhishekhd নামে একটি এক্স (সাবেক টুইটার) একাউন্ট থেকে শেয়ার করা ছবি কোম্পানির নোটিস বলে মনে হচ্ছে। সেখানে Samsung Galaxy S25- এর নতুন ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশন লঞ্চের কথা উল্লেখ করা হয়েছে। ডিভাইসটির এই স্টোরেজ ভার্সনের ডিলার প্রাইস ৭৩,৯৯৯ টাকা এবং লিস্টেড প্রাইস ৭৪,৯৯৯।

যাদের বেশি স্টোরেজের দরকার নেই তাদের জন্য এটি দুর্দান্ত খবর। কারণ এবার অনেক কম দামে ফ্ল্যাগশিপ ফোনটি কেনা যাবে। তবে একটা ছোট টুইস্ট আছে। পোস্টে দাবি করা হয়েছে, ১২৮ জিবির নতুন মডেলে ইউএফএস ৩.১ স্টোরেজ বর্তমান। যেখানে অন্যান্য মেমরি কনফিগারেশনে ইউএফএস ৪.০ স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ফলে স্টোরেজ স্লো হওয়ার কারণে ডেটা ট্রান্সফারের গতি কমে গিয়ে প্রভাব পড়তে পারে পারফরম্যান্সে। যদিও পার্থক্য খুবই সামান্য টের পাওয়া যাবে।

READ MORE:  Samsung Galaxy S25 Ultra কিনলে ঠকবেন? ক্রেতাদের অসন্তোষের মুখে কোম্পানি

Samsung Galaxy S25: স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,৬০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.২ ইঞ্চি ফুল-এইচডি+ ডায়নামিক অ্যামোলেড ২x ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ২৫ ওয়াট চার্জিং সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপি৬৮ রেটিং, ৫০+১০+১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ও একটি ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  এবার 7,500mAh ব্যাটারির ফোন আনছে রেডমি, থাকবে 100W ফাস্ট চার্জ সাপোর্ট
Scroll to Top