বাতিল হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ রেশন কার্ড, আপনার কার্ড তালিকায় আছে কিনা দেখুন

ভারতের দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রেশন কার্ড সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। কম দামে বা সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা চালু করে রেখেছে। 

তবে সাম্প্রতিক কিছু নিয়ম পরিবর্তনের পরে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। কেন এই পরিবর্তন? নতুন নিয়মে কী কী শর্ত রাখা হয়েছে? চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই প্রতিবেদনে।

নতুন নিয়মে কারা রেশন কার্ড পাবেন না?

সরকার চাইছে রেশন কার্ডের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে। কিন্তু শুধুমাত্র যারা প্রকৃত দরিদ্র তাদের জন্যই, ধনী মানুষদের জন্য নয়। তাই নতুন নিয়মে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে, যেগুলি না মানলে রেশন কার্ড পাওয়া যাবে না। সেগুলি হল-

READ MORE:  8th Pay Commission: লটারি লাগল সরকারি কর্মীদের, বিরাট বাড়বে বেতন | Good News For Government Employees

১) সম্পত্তির সীমা 

যদি কোন ব্যক্তির নামে ১০০ বর্গমিটার বা তার বেশি জমি বা ফ্লাট বাড়ি থাকে, তাহলে সেই ব্যক্তি রেশন কার্ডের সুবিধা পাবে না। 

২) চার চাকার গাড়ি 

যদি কোন ব্যক্তির নামে ব্যক্তিগত চার চাকার গাড়ি বা ট্রাক্টর থাকে অথবা তার থেকে বড় কোনো গাড়ি থাকে, তাহলে সেই ব্যক্তি রেশন কার্ডের সুবিধা পাবে না।

৩) সরকারি চাকরিজীবী 

পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন, তাহলে সেই পরিবারের রেশন কার্ড বাতিল করে দেওয়া হতে পারে। 

READ MORE:  হোলির আগেই সরকারি কর্মীদের জন্য সুখবর, একধাক্কায় বেতন বাড়ছে অনেকটা

৪) আয়ের সীমা 

গ্রামের ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় যদি ২ লক্ষ টাকার বেশি হয় এবং শহরের ক্ষেত্রে যদি পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার বেশি হয়, তাহলে সেই পরিবার রেশন কার্ডের সুবিধা পাবে না। 

৫) আয়কর দাতাদের রেশন কার্ড বাতিল

সরকারের এই নতুন নিয়ম অনুসারে যারা আয়কর দেন বা লাইসেন্সপ্রাপ্ত অধিকারী, তারা রেশন কার্ড পাবে না। অর্থাৎ, তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে।

কীভাবে রেশন কার্ড বাতিল হওয়া এড়াবেন?

আপনার রেশন কার্ড বাতিল হওয়ার ঝুঁকিতে আছে কিনা সেটি নিশ্চিত করতে আপনি কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন। যেমন-

  • প্রথমে আধার কার্ড ও অন্যান্য প্রমাণপত্রের সঙ্গে আপনার রেশন কার্ডের তথ্য মিলিয়ে কেওয়াইসি আপডেট করুন। 
  • রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ না করে থাকলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে। তাই আধার লিঙ্ক অবশ্যই করান। 
  • একত্রে বলে রাখি, টানা কয়েক মাস রেশন না দিলে সেই কার্ড বাতিল হয়ে যেতে পারে। তাই নিয়মিত রেশন নিন। 
READ MORE:  খেলার মাঠে ‘দাদাগিরি’ চলবে না! IPL ২০২৫ শুরুর আগেই কড়া নিয়ম চালু করছে BCCI

সরকার দাবি করছে, অনেক ধনী এবং অযোগ্য ব্যক্তি অবৈধভাবে রেশন কার্ডের সুবিধা দিচ্ছেন। যারা প্রকৃত দরিদ্র, রেশন তাদের জন্য প্রাপ্য। তাই এই নতুন নিয়ম চালু করা হচ্ছে, যাতে শুধুমাত্র যোগ্য উপভোক্তারাই রেশনের সুবিধা নিতে পারেন।

Scroll to Top