Samsung Galaxy A56 A36 Launched India: 6 বছর ধরে মিলবে অ্যান্ড্রয়েড আপডেট, বড় চমক নিয়ে দেশে লঞ্চ হল Samsung Galaxy A56 ও A36 | Samsung Galaxy A56 A36 Price India

গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার পর, Samsung Galaxy A56 এবং Galacy A36 এবার ভারতেও বাজারেও চলে এল। এ দেশের জন্য উভয় ফোনের দাম আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছে কোম্পানির ভারতীয় শাখা। এই স্মার্টফোন দুটির অন্যতম আকর্ষণ হল ছয় বছরের অ্যান্ড্রয়েড এবং সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি। ফলে ব্যবহারকারীদের চিন্তা অনেকটাই কমে যাবে। চলূন ফোনগুলির স্পেসিফিকেশন এবং দামের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

ভারতে Samsung Galaxy A56 এর দাম ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৫৬ মডেলে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন অফার করে। ফোনটি এক্সিনস ১৫৮০ প্রসেসর দ্বারা চালিত। এতে স্টোরেজ ভেরিয়েন্ট তিনটি – ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, ও ১২ জিবি + ২৫৬ জিবি। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে রান করে।

READ MORE:  স্যামসাংয়ের ইতিহাসে প্রথমবার! Galaxy S26 Ultra আসছে 7000mAh ব্যাটারির সাথে? | Samsung Galaxy S26 Ultra Battery Upgrade 7000mah

স্যামসাং ৬টি অপারেটিং সিস্টেম আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি প্রতিশ্রুতি দিচ্ছে। গ্যালাক্সি এ৫৬ স্মার্টফোনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য সামনের দিকে, ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে। এছাড়া, নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৭ রেটিং এবং স্টেরিও স্পিকার রয়েছে। ফোনটির দাম ৪১,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।

READ MORE:  Vivo Y300i: 6500 এমএএইচ ব্যাটারি নিয়ে 14 মার্চ লঞ্চ হচ্ছে ভিভোর নতুন ফোন, প্রকাশ্যে এল দাম | Vivo Y300i Launch Date

ভারতে Samsung Galaxy A26 এর দাম ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ২৬ মডেলে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ওয়ান ইউআই ৭, ১২ জিবি পর্যন্ত র‍্যাম + ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা + ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফোনটির দাম ৩২,৯৯৯ টাকা থেকে শুরু।

READ MORE:  কম দামে ফাটাফাটি ফিচারের OnePlus 12 কিনতে চান? এখানে রয়েছে জব্বর অফার

Scroll to Top