India Vs Australia: মিলছে টিম ইন্ডিয়ার জয়ের শুভ সংকেত, রোহিতরা বজায় রাখবেন ২৭ বছরের পুরনো কীর্তি? | 27 Years Old Record Of Team India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফির প্রথম 3 ম্যাচ জিতে একপ্রকার আধিপত্য বিস্তার করেছে রোহিত শর্মার ভারত (India)। টিম ইন্ডিয়ার পাশাপাশি গ্রুপ পর্বের ম্যাচ গুলিতে শক্তি জাহির করে সেমিফাইনালে উঠেছে আরও 3 দল। তবে আইসিসির নিয়ম অনুযায়ী মেন ইন ব্লু যেহেতু গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিউই বধ করেছে সেই কারণকে সামনে রেখে রবিবার সেমিফাইনালের মঞ্চে ক্রিকেটের সুপার পাওয়ার দল অস্ট্রেলিয়াকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তারা। সূত্র বলছে, এই ম্যাচেই 27 বছরের পুরনো রেকর্ড অক্ষুণ্ন রাখার সুযোগ পাবে ভারত। তবে সেই লক্ষ্য স্থির করতে অজিদের ফিরতি পথ দেখাতেই হবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন রেকর্ড ধরে রাখার সুযোগ রয়েছে ভারতের?

1998 সাল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার মিনি বিশ্বকাপ আসরে অংশগ্রহণ করার পর থেকেই একের পর এক কীর্তি গড়েছে ভারতের ছেলেরা। অধিনায়ক সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি হয়ে রোহিতের হাতে দায়িত্ব আসতেই এখন 27 বছর পুরনো ঐতিহ্য তথা বিশেষ কীর্তি অক্ষুণ্ন রাখার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার। সূত্র বলছে, রবিতে মরু দেশের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে পরাস্ত করতে পারলে পুরনো জুতোয়ে ফের পা গলাবে মেন ইন ব্লু।

READ MORE:  India Vs New Zealand: দলে যোগ দিল নতুন মুখ! খেলেবন কিউইদের ম্যাচেই, রইল টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ | Team India Possible XI Vs New Zealand

হ্যাঁ, বেশ কিছু রিপোর্ট মারফত খবর, চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু হওয়ার পর থেকে এই আন্তর্জাতিক আসরে নিজেদের সর্বস্ব দিয়ে লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করেছে স্বদেশীরা। আর সেই সূত্র ধরেই, 1998 সালের পর থেকে গত 27 বছরের দীর্ঘ যাত্রায় একটি সেমিফাইনাল ম্যাচও হারেনি ভারত। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, রবিবার ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠতে পারে সে ক্ষেত্রে মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তৈরির পাশাপাশি বহু পুরনো ঐতিহ্য তথা রেকর্ড অখন্ড থাকবে রোহিত শর্মাদের।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

দুবারের চ্যাম্পিয়ন ভারত

অতীত ঘাটলে বোঝা যাবে, 1998 সালে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের যাত্রা শুরু হওয়ার পর 2000 সালে কেনিয়ায় অনুষ্ঠিত হওয়া মিনি বিশ্বকাপের সেমিফাইনাল আসরে দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে উঠেছিল ভারত। তবে সেবার শেষ রক্ষা করতে পারেনি স্বদেশীরা। ফাইনালে উঠতেই নিউজিল্যান্ডের সাথে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ পর্যন্ত হারতে হয় ভারতীয়দের।

অবশ্যই পড়ুন: গোটা মরসুমেই খেলেছে ভুল ফুটবল! ইস্টবেঙ্গলের পরাজয়ের কারণ খুঁজল India Hood

তবে 2002 সালের চ্যাম্পিয়নস ট্রফিতে জয়ের পতাকা গেড়েছিল ভারত। সেবার ভারত এবং শ্রীলঙ্কা দুই দেশই যৌথভাবে জয়ী হয়েছিল। এরপর শেষবারের মতো 2013 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল যুদ্ধ শেষে দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। এবার সেই একই ঘটনা ঘটাতে পারলে তৃতীয় ট্রফিটিও আসবে শর্মাদের ঝুলিতে।

READ MORE:  ২০২৫ আইপিএলে এই ৩ ক্রিকেটারের জন্য বাজি রাখতে পারে পাঞ্জাব সুপার কিংস
Scroll to Top