Flipkart Big Bachat Days Sale: ১৩ হাজার টাকা দাম কমলো ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ওয়াটারপ্রুফ Motorola 5G ফোনের | Motorola Edge 50 Pro 5g Discount Price

ফ্লিপকার্টের বিগ বাচাত ডেজ সেলে স্মার্টফোনে দুর্দান্ত ডিল দেওয়া হচ্ছে। এই সময় আপনি যদি Motorola ফোন কিনতে চান তাহলে সুযোগ হাতছাড়া করবেন না। কারণ ৫ মার্চ পর্যন্ত চলা এই ধামাকা সেলে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং আইপি৬৮ রেটিং সহ আসা Motorola Edge 50 Pro 5G অনেক কম দামে কেনা যাচ্ছে। এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৮ শতাংশ ডিসকাউন্টে সেলে বিক্রি হচ্ছে।

READ MORE:  লঞ্চের আগেই ফাঁস Motorola Edge 60 Fusion এর ছবি, থাকবে ট্রিপল ক্যামেরা

যারপর এই মডেলের দাম ৪১,৯৯৯ টাকা হলেও, ফ্লিপকার্ট বিগ বাচাত ডেজ সেলে Motorola Edge 50 Pro 5G বিক্রি হচ্ছে ২৯,৯৯৯ টাকায়। আবার সেলে আপনি ২৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে পারেন। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। আর পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে ১৮,৩০০ টাকা ডিসকাউন্ট মিলতে পারে।

Motorola Edge 50 Pro 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ৫০ প্রো ৫জি স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি ১.৫কে পোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ২৭১২x১২২০ পিক্সেল। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে ২০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে আছে গরিলা গ্লাস ৫। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে অ্যাড্রেনো ৭২০ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট।

READ MORE:  বাজার কাঁপাতে শীঘ্রই লঞ্চ হচ্ছে Asus Zenfone 12 Ultra, ফিচার জানুন

ফটোগ্রাফির জন্য মোটোরোলা এজ ৫০ প্রো ৫জি ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে। সাউন্ডের জন্য এতে রয়েছে ডলবি অ্যাটমস।

READ MORE:  যতখুশি ব্যবহার করুন, চার্জ ফুরোনোর চিন্তা থেকে মুক্তি দিতে iQOO আনছে চারটি দারুণ ফোন

Scroll to Top