শিক্ষা হয়নি এখনও! ফের ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী আইআইটি বাবার |IIT Baba On Ind Vs Aus Match| India Hood News|

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আচমকা তিনি যেন ভারত বিরোধী হয়ে উঠেছেন! সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভবিষ্যদ্বাণী করতে শুরু করেছেন মহাকুম্ভ থেকে ভাইরাল হওয়া আইআইটি বাবা(IIT Baba)। মাঝে ভারত বনাম পাকিস্তানের ম্যাচে নিয়েও ভবিষ্যৎ কথা শুনিয়েছিলেন এই বিশেষজ্ঞ! এবার ভারত বনাম অস্ট্রেলিয়ার রবিবারের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়ে বসলেন!


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

পাকিস্তানের ম্যাচে নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফাঁপরে পড়েন…

গত 23 ফেব্রুয়ারি ছিল ভারত বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। মরু দেশের সেই ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল ভারত-পাকিস্তান দুই দেশের সমর্থকদের মধ্যেই। রবির এই ম্যাচ নিয়েই আচমকা ভবিষ্যদ্বাণী করে বসেছিলেন আইআইটি বাবা হিসেবে খ্যাত সংসারত্যাগী অভয় সিং। অভয় জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে জয় হবে পাকিস্তানের।

READ MORE:  ICC Champions Trophy: ভারতের পর এবার পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত আম্পায়ারেরও, চ্যাম্পিয়নস ট্রফিতে শোরগোল | Umpire NItin Menon Will Not Going To Pakistan

গো হারা হারবে রোহিতরা। তবে বাস্তবে ঘটেছে উল্টো ঘটনা। রিজওয়ান অ্যান্ড কোম্পানিকে ফিরতি পথ দেখিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে নেয় ভারত। আর এই ঘটনার পরই আইআইটি বাবাকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আইআইটি বাবার ছবি পোড়ানো থেকে শুরু করে তাঁকে নিয়ে নানান কটুক্তি করতে শুরু করেন ভারতীয় ভক্তরা। শুধু তাই নয় অনেকেই তাঁকে ভন্ড বলেও দাবি করেছিলেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ভন্ডর করুন অবস্থার দৃশ্য সামনে এসেছিল। তবে তাতে নাকি শিক্ষা হয়নি তাঁর! আবারও ফের ভারতের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়েছেন তিনি।

READ MORE:  East Bengal FC:মেসি অতীত, নতুন অস্ত্র খুঁজছেন ব্রুজো! ইস্টবেঙ্গলে আসতে পারেন এই বিদেশি ফুটবলার | East Bengal New Foreigner

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আইআইটি বাবার ভবিষ্যদ্বাণী

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের ম্যাচ নিয়ে বিতর্কে জড়ানো আইআইটি বাবা নাকি ফের অস্ট্রেলিয়া বনাম ভারতের ম্যাচ নিয়ে ভবিষ্যৎ কথা শুনিয়েছেন। জানা গিয়েছে, ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি নাকি আচমকা বলে ওঠেন অস্ট্রেলিয়া জিতবে..! তারপর কিছুক্ষণ নীরবতা পালনের করে বাবা জানান দেখা যাক কী হয়। লাইভ করে দেব!

অবশ্যই পড়ুন: ভারত-চিন-আমেরিকার লক্ষ্য সোনার মতো দেখতে এই ধাতু! কেন হঠাৎ প্রতিদ্বন্দ্বিতায় ৩ শক্তিধর?

আর এই খবর প্রকাশ্যে আসতেই ফের চোটে গিয়েছেন ভারতীয় সমর্থকরা। তবে রিজওয়ানদের ম্যাচের মতো ভারতের পরাজয় নিয়ে গো ধরে বসে থাকেনি তিনি! এদিন সুকৌশলে অস্ট্রেলিয়ার নাম বলেও চেপে যান অভয়। তাঁর কথায়, ভারতের পরাজয়ের আভাস থাকলেও পরক্ষণে তা বুঝতে দেননি আইআইটি বাবা হিসেবে খ্যাত ওই ব্যাক্তি।

READ MORE:  Champions Trophy 2025: শচীনের পর চ্যাম্পিয়নস ট্রফিতে এবার গেইল, সৌরভের মহা রেকর্ড ভাঙবেন কোহলি | Virat Kohli Will Breaks Sourav Ganguly And Chris Gayle Records

Scroll to Top