Indian Navy Recruitment 2025: মাধ্যমিক পাসে ভারতীয় নেভিতে প্রচুর শূন্যপদে গ্রুপ-সি নিয়োগ, বাংলার চাকরিপ্রার্থীদের জন্যও সুযোগ | Madhyamik Pass Job

সৌভিক মুখার্জী, কলকাতাঃ বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ভারতীয় নৌবাহিনী প্রচুর শূন্যপদে গ্রুপ-সি কর্মী নিয়োগের (Indian Navy Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করেছে। সবথেকে বড় বিষয় হল, আগ্রহী চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদে আবেদন জানাতে পারবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, বেতন কত দেওয়া হবে, আবেদন কীভাবে করবেন, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি বিষয়গুলি জানতে চাইলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | Indian Navy Recruitment 2025 |

ভারতীয় নৌবাহিনী কর্তৃক প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে গ্রুপ-সি পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ নিয়ে যদি আলোচনা করি তাহলে এখানে ৩২৭টি শূন্যপদ থাকছে। এক্ষেত্রে বলে রাখি, গ্রুপ-সি পদের মধ্যে Syrang of Lascars, Lascar, Fireman (Boat Crew) এবং Topass পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, গ্রুপ-সি পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে। তবে এখানেই শেষ নয়, চাকরিপ্রার্থীদের অবশ্যই সাঁতার জানতে হবে। 

READ MORE:  WEBCSC Recruitment 2025: শুরুতেই বেতন ৫৩,৫৩৫ টাকা! পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনে বিভিন্ন পদে নিয়োগ | West Bengal Co-operative Service Commission Officer Recruitment 2025

বয়স সীমা কত লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবে। তবে এক্ষেত্রে বলে রাখি, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে।

বেতন কত দেওয়া হবে?

যেহেতু গ্রুপ-সি এর অধীনে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, তাই প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। যেমন Syrang of Lascars এবং Fireman (Boat Crew) পদে চাকরি পেলে প্রতি মাসে লেবেল-২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা বেতন দেওয়া হবে। এছাড়া Lascar  এবং Topass পদে চাকরি পেলে লেভেলে-১ অনুযায়ী ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা বেতন দেওয়া হবে।

READ MORE:  SECR Apprentice Recruitment 2025: পরীক্ষা, ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিস নিয়োগ, মাধ্যমিক পাসে রেলে ১০০৩ শূন্যপদে চাকরি | Indian Railways Job

আবেদন কীভাবে করবেন?

এখানে আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর “Civilian Boat Crew Staff Recruitment 2025” অপশনে ক্লিক করুন।
  • এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করু।ন 
  • আবেদন জমা দিয়ে একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিন। 
READ MORE:  সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, এবার কর্মচারীদের বেতন বাড়বে ১ লক্ষ টাকা পর্যন্ত

এক্ষেত্রে বলে রাখি, এখানে শুধুমাত্র একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ২৭শে মার্চ, ২০২৫ তারিখে। আবেদন ওইদিন থেকেই করা যাবে এবং আবেদনের শেষ তারিখ ২৬শে এপ্রিল, ২০২৫।

নিয়োগ কীভাবে করা হবে?

বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষাটি MCQ ভিত্তিক নেওয়া হবে, যেখানে সাধারণ জ্ঞান, গণিত, সাধারণ ইংরেজি, রিজনিং এবং মানসিক দক্ষতার উপর প্রশ্ন থাকবে। 

অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

Scroll to Top