বিশ্বের সেরা ক্যামেরা ফোন, ১০ হাজার ছাড়ে বিক্রি হচ্ছে Google Pixel 9 Pro 5G

মোবাইল ফটোগ্রাফির কথা উঠলে Google Pixel স্মার্টফোন সিরিজের ডিভাইসগুলির নাম সামনে আসে। তাই আপনি যদি চমৎকার ফটোগ্রাফির জন্য নতুন কোনো ফোন কিনতে চান তাহলে গুগলের প্রিমিয়াম মোবাইল ডিভাইস, Google Pixel 9 Pro 5G বেছে নিতে পারেন। আর এই মুহূর্তে এই স্মার্টফোনের উপর বিশাল ছাড় দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারলে এই ফোনটি ১০,০০০ টাকা ছাড়ে কেনা যাবে।

Google Pixel 9 Pro 5G কোম্পানির সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস এবং এতে জুম সাপোর্ট সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। অনলাইন শপিং প্ল্যাটফর্ম Croma -তে বিশেষ অফারে কেনা যাবে এই ফোন। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে ৪২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফ্ল্যাগশিপ ডিভাইসে ৪৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

READ MORE:  Realme GT 6T 5G: হোলি সেলে ১১ হাজার টাকা সস্তা Realme GT 6T 5G স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত রিয়ার ও সেলফি ক্যামেরা | Realme GT 6T 5G Holi Sale Discount Offer

এই অফারের সাথে কিনুন Google Pixel 9 Pro 5G

ই-কমার্স প্ল্যাটফর্ম ক্রোমায় গুগল পিক্সেল ৯ প্রো ৫জি ডিভাইসটি ১০৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এই মূল্য ১৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। তবে ক্রোমায় এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১০,০০০ টাকা সরাসরি ছাড় পাওয়া যাবে। এছাড়া ক্রেতারা এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধাও নিতে পারবেন। আর ডিভাইসটি ইএমআই অপশনেও কেনা যাবে।

READ MORE:  HTC Wildfire E5 Plus Launched: নতুন স্মার্টফোন নিয়ে কামব্যাক করল HTC, জলের দরে বিশাল স্ক্রিন ও 50MP ক্যামেরা | HTC Wildfire E5 Plus Price

Google Pixel 9 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

গুগল পিক্সেল ৯ প্রো ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৩-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ৩০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে এবং প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস ভিক্টাস ২ উপস্থিত। পারফরম্যান্সের জন্য এতে গুগল টেনসর জি৪ প্রসেসর ও ১৬ জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে।

READ MORE:  প্রচুর AI ফিচার্সের সঙ্গে দারুণ ফোন আনছে ইনফিনিক্স, জীবন করে তুলবে আরও সহজ

ফটোগ্রাফির জন্য এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৪২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি ৭টি বড় অ্যান্ড্রয়েড আপডেট পাবে। এতে ২৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সহ ৪৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর পাশাপাশি ২১ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Scroll to Top