লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Apache, Ntorq-দের বাজিমাত! ইতিহাসে এই প্রথম TVS-এর কাছে হেরে তিনে নামল Hero | TVS Overtakes Hero Motocorp for The First Time

Published on:

বিশ্বের বৃহত্তম দু’চাকার বাজারে বিক্রির নিরিখে শীর্ষস্থান ধরে রাখতে পারল না হিরো মটোকর্প (Hero MotoCorp)। এই কোম্পানিকে সরিয়ে প্রথম স্থানে জায়গা করে নিল হোন্ডা (Honda)। দেশের বাজারে এই ঘটনা খুবই বিরল। তবে তার থেকেও আশ্চর্যজনক খবর হল, হিরোকে পিছনে ফেলে চমকে দিয়েছে টিভিএস (TVS)। ফলে স্প্লেন্ডর নির্মাতার বিক্রিতে যে বেশ বড় ধস দেখা গিয়েছে তা বোঝার জন্য অভিজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। মাসিক বিক্রির নিরিখে এমন ঘাটতি, কার্যত টালমাটাল পরিস্থিতি তৈরি করেছে কোম্পানির জন্য।

READ MORE:  ব্রাজিলের বিপুল জনপ্রিয় বাইক দেশে আনছে Honda, দুই রকম জ্বালানিতে চালাতে পারবেন

এই প্রথম টিভিএস-এর কাছে হারল হিরো

গত মাসে, টিভিএস মোটর বিক্রি করেছে ৪,০৩,৯৭৬টি মোটরসাইকেল ও স্কুটার, যা বার্ষিক ৯% বেশি। একই মাসে হিরো বিক্রি করেছে ৩,৮৮,০৬৮ ইউনিট, যা বার্ষিক ১৭.২% কম। বিক্রির তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে হিরো মটোকর্প। প্রথম দুই স্থানে রয়েছে হোন্ডা এবং টিভিএস। এই প্রথম দ্বিতীয় স্থান থেকে হিরোকে সরিয়ে জায়গা করে নিল টিভিএস।

READ MORE:  ডিজাইন-ফিচার্স চমকে দেবে, সরস্বতী পুজোর আগে লঞ্চ হল Honda City Apex এডিশন

২০২৫ এর ফেব্রুয়ারিতে কোন কোম্পানি কতগুলি দু’চাকা বিক্রি করল?

হোন্ডা – ৪২২,৪৯৯ (৭.৯% হ্রাস)
টিভিএস – ৪০৩, ৯৭৬ (৯.৬% বৃদ্ধি)
হিরো মটোকর্প – ৩৮৮,০৬৮ (১৭.২% হ্রাস)
বাজাজ অটো – ২৯৯,৪১৮ (১.৬% বৃদ্ধি)

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে টিভিএসের রফতানি বৃদ্ধি পেয়েছে ২৬%। গত মাসে ১,২৪,৯৯৩টি দু’চাকা রফতানি করেছে কোম্পানি। আগের বছর ফেব্রুয়ারিতে যা ছিল ৯৮,৮৫৬ ইউনিট। শুধু পেট্রল চালিত দু’চাকা নয় ইলেকট্রিক স্কুটারের বিক্রিও বেড়েছে কোম্পানির। বর্তমানে টিভিএসের ঝুলিতে দুটি ইলেকট্রিক স্কুটার রয়েছে – আইকিউব এবং এক্স।

READ MORE:  টানা 4 মাস বিক্রিতে শীর্ষে! বৈদ্যুতিক গাড়ির বাজারে ঝড় তুলছে দশ লক্ষ টাকার এই EV

খুব শীঘ্রই আরও একটি ইলেকট্রিক স্কুটার আসতে চলেছে। এটি হল জুপিটার ইভি। অপরদিকে, হিরো মটোকর্পের ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড হিরো ভিডার বিক্রি সেই ভাবে ছাপ ফেলতে পারেনি ভারতের বাজারে। তাছাড়া গত মাসে পেট্রল চালিত স্কুটার ও বাইকের বিক্রিও অনেকটা কমেছে, যে কারণে এই প্রথম বিক্রির তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে হিরো।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.