বিক্রম ব্যানার্জী, কলকাতা: জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওয়েব সিরিজ খাকি 2-তে অভিনয় করছেন মহারাজ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)! সম্প্রতি এমন খবরই উঠে এসেছে সংবাদ শিরোনামে। বেশ কিছুদিন আগে বাংলার দুই মহান নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ-কে একসঙ্গে শ্যুটিং সেটের ছবি শেয়ার করতে দেখে হইচই পড়ে গিয়েছিল ভক্ত মহলে। এবার সেই জল্পনায় যোগ দিলেন দাদা সৌরভও।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
খাকি 2-তে অভিনয় করছেন সৌরভ?
মঙ্গলবার বারুইপুরের বিনোদিনী স্টুডিওতে শ্যুটিং সেরেছেন 22 গজের নায়ক তথা দাদাগিরির সঞ্চালক সৌরভ গাঙ্গুলী। এদিন পরনে পুলিশের খাকি পোশাক পরে শ্যুটিং সেটে উপস্থিত হয়েছিলেন মহারাজ। সৌরভের চেহারার সাথে খাকি পোশাকও বেশ মানানসই ছিল। মঙ্গলবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে একেবারে দক্ষ অভিনেতার ভূমিকা পালন করতে দেখা গিয়েছে সৌরভকে।
আর এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি প্রসেনজিৎদের সাথে খাকি 2 ওয়েব সিরিজে অভিনয় করছেন গাঙ্গুলী? উত্তর মিলেছে ভিন্ন অঙ্কে। সূত্রের খবর, সরাসরি খাকি 2 ছবিতে অভিনয় করছেন না সৌরভ। ব্যাপারটা খোলসা করে বলতে গেলে খাকি 2-এর একটি বিজ্ঞাপনী ছবির জন্য বেছে নেওয়া হয় দাদাগিরি সঞ্চালককে। আর এরপরই মঙ্গলবার বারুইপুরের স্টুডিওতে শ্যুট করেছেন মহারাজ।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কোন চরিত্রে অভিনয় করলেন দাদা?
খোজ নিয়ে জানা গেল, খাঁক 2 বিজ্ঞাপনী ছবির জন্য পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ। জানা যায়, ছবির শ্যুটিংয়ের জন্য পুলিশ অফিসার প্রয়োজন, জানতে পেরেই একেবারে পুলিশি পোশাকে অডিশন দিতে চলে এসেছেন দাদা সৌরভ। এমন দৃশ্যই ফুটিয়ে তোলা হচ্ছে বিজ্ঞাপনী ছবিটিতে। জানা গিয়েছে, এই বিজ্ঞাপনী ছবিটি প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
অন্যান্য কাস্ট
দাদা সৌরভ গাঙ্গুলীর পাশাপাশি খাকি 2 বিজ্ঞাপনী ছবিটিতে পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন সম্প্রতি ফুটপাতে নতুন খাবারের স্টার্টআপ শুরু করা পরিচালক অয়ন সেনগুপ্ত। জানা গিয়েছে, বিজ্ঞাপনের ছবিটিতে এই অয়নের কাছেই অডিশন দিতে এসেছেন সৌরভ। ছবিটিতে প্রোডাকশন বয়ের চরিত্রে অভিনয় করেছেন দেবাশিস রায়।
সবমিলিয়ে গাঙ্গুলীকে নিয়ে এ কথা পরিষ্কার যে, তিনি সরাসরি খাকি 2 ওয়েব সিরিজে অভিনয় না করে সেটির বিজ্ঞাপনী ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। আর তাতেই উন্মাদনা তুঙ্গে সৌরভ ভক্তদের।
প্রসঙ্গত, মূলত বিহারের আদলে বাংলার অপরাধ জগত নিয়ে নির্মীয়মান বাংলা ওয়েব সিরিজ খাকি 2 পরিচালনা করছেন দেবাত্মা মন্ডল ও তুষার কান্তি রায়। জানা যাচ্ছে, এই ওয়েব সিরিজটি আগামী 20 মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার। বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক ও রাহুল দেব বোসরা।