Vivo T4x 5G Launched: সস্তায় 6,500mAh ব্যাটারি ও AI ক্যামেরার ফোন লঞ্চ করে দেশবাসীর মন জিতল Vivo | Vivo T4x 5G Price India

ভিভো কম দামে একটি সুন্দর স্মার্টফোন লঞ্চ করে দেশবাসীর মন জিতে নিল। নতুন এই ফোনটির নাম Vivo T4x 5G। ডিভাইসটি তার প্রাইস সেগমেন্টে একমাত্র মডেল যা ৬,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, ফলে ব্যবহারকারীদের বারবার চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি মিলবে। এতে MediaTek প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং ৫০ মেগাপিক্সেল AI ক্যামেরা রয়েছে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP64 রেটিং অফার করে। ফোনটির আরও একটি চমক হল মিলিটারি গ্রেড ড্যুরাবিলিটি।

ভারতে Vivo T4x 5G ফোনের দাম ও অফার

ভিভো টি৪এক্স ৫জি ভারতে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ। ৬ জিবি + ১২৮ জিবি মডেলটির দাম ১৩,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজের মূল্য যথাক্রমে ১৪,৯৯৯ টাকা ও ১৬,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট, ভিভো ই স্টোর, এবং অনুমোদিত রিটেল স্টোরগুলির মাধ্যমে ১২ই মার্চ থেকে বিক্রি শুরু হবে। ক্রেতারা এসবিআই, অ্যাক্সিস, ও এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন।

READ MORE:  Realme আনলো হোলি সেল, ৯ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে কম দামি থেকে প্রিমিয়াম স্মার্টফোন

Vivo T4x 5G: স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো টি৪এক্স ৫জি একটি ৬.৭২-ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে, যার সর্বোচ্চ ব্রাইটনেস ১০৫০ নিট এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই স্মার্টফোন মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর দ্বারা চালিত, যা ৮ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি অব্দি স্টোরেজের যাথে যুক্ত। ফোনে অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক ফানটাচ ওএস ১৫ সফটওয়্যার রয়েছে। এটি লাইভ টেক্সট, সার্কেল টু সার্চ এবং এআই স্ক্রিন ট্রান্সলেশনের মতো স্মার্ট ফিচার্স অফার করে।

READ MORE:  Flipkart Big Saving Days Sale: ভিভোর সবচেয়ে সেরা ক্যামেরা স্মার্টফোনে ৫৫০০ টাকা ডিসকাউন্ট, Vivo X200 5G লোভনীয় অফারে কিনুন | Vivo X200 5G Price Cut

ভিভোর এই ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের এআই প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সাথে ডাইনামিক ফ্ল্যাশ লাইট উপলব্ধ। সামনের দিকে ৮ মেগাপিক্সেলের একটাই ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা দিয়ে উচ্চমানের ৪K ভিডিও রেকর্ড করা যাবে। কোম্পানি দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

READ MORE:  হ্যাং করবে না, Realme Narzo 80x 5G আসছে ১২ জিবি র‌্যামের সাথে, কোথা থেকে কেনা যাবে

ডিভাইসটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল ৬৫০০ এমএএইচ হাই-ডেনসিটি ব্যাটারি যা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়। ৫ বছরের দীর্ঘ ব্যাটারি হেলথ গ্যারান্টিও দিচ্ছে কোম্পানি। ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ চার্জারের মাধ্যমে ব্যাটারি ৪০ মিনিটে ৫০% চার্জ হয়ে যাবে।