Samsung Galaxy S24 Series: S25 সিরিজ লঞ্চ হতেই Samsung Galaxy S24 স্মার্টফোনের দাম 10,000 টাকা কমল | Samsung Galaxy S24 Series Sale Offer

Samsung Galaxy S25 সিরিজ গত সপ্তাহে বছরের প্রথম আনপ্যাকড ইভেন্টে ভারতের পাশাপাশি লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। এই লাইনআপ মোট তিনটি মডেল এসেছে — Galaxy S25, S25+ এবং S25 Ultra। ফোনগুলি মুক্তির পরপরই, ভারতে পূর্বসূরি Galaxy S24 মডেলটির দাম কমানোর ঘোষণা করেছে স্যামসাং। চলুন দেখে নিই, এখন দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির গত বছরের ফ্ল্যাগশিপ কিনতে কত খরচ হবে।

READ MORE:  Waterproof Smartphone: জল লাগলেও বিন্দাস চলবে, ২৫ হাজারের কমে সেরা পাঁচ ওয়াটারপ্রুফ স্মার্টফোন | Water Resistant Smartphone Under 25000

Samsung Galaxy S24-এর দাম কমল

Galaxy S24 এর বেস ৮ জিবি+১২৮ জিবি স্টোরেজ ভার্সন দেশে ৭৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। আর ৮ জিবি+২৫৬ জিবি স্টোরেজ ও ৮ জিবি+৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল যথাক্রমে ৭৯,৯৯৯ টাকা ও ৮৯,৯৯৯ টাকা। বেস মডেলের দাম নতুন দাম হয়েছে ৬৪,৯৯৯ টাকা। অর্থাৎ ফোনটি ১০,০০০ টাকা সস্তায় মিলবে।

এই নতুন প্রাইস ইতিমধ্যেই স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করা হয়েছে। এছাড়াও, এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে মাসিক কিস্তিতে কিনলে কোম্পানি ১০,০০০ টাকার ইন্সট্যান্ট ছাড়ও দিচ্ছে। ফলে কার্যকর মূল্য ৫৪,৯৯৯ টাকায় নেমে গিয়েছে। আবার ডিভাইসটির ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ আমাজন ও ফ্লিপকার্টে যথাক্রমে ৫৮,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

READ MORE:  কম দামে আকর্ষণীয় ফিচার, লঞ্চ হল Samsung Galaxy A56, Galaxy A36 এবং Galaxy A26

Samsung Galaxy S24 স্পেসিফিকেশন

এই ফ্ল্যাগশিপ ফোনে ৬.২ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২, ২৬০০ নিট ব্রাইটনেস, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং ৩x জুম সহ একটি ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ৪,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  জলের দরে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi ফোন, ১৪ হাজার টাকা ছাড়
Scroll to Top