হ্যাক হবে না ফোন, পাওয়া যাবে AI ফিচার, OnePlus Nord সিরিজের ফোনে এল নতুন OxygenOS আপডেট | OnePlus Nord 3 Nord 4 OxygenOS 15 Update in India

ওয়ানপ্লাসের নর্ড সিরিজের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। সম্প্রতি OnePlus Nord 3 এবং Nord 4 স্মার্টফোনের জন্য লেটেস্ট OxygenOS 15 আপডেট এসেছে। নতুন এই আপডেট ডিভাইসের সিস্টেম স্ট্যাবিলিটি, সিকিউরিটি এবং সামগ্রিক ফোনের পারফরম্যান্সের উন্নতি করবে। দেশ ভিত্তিতে ধীরে ধীরে আপডেটটি রোল আউট করা হচ্ছে। উল্লেখ্য, Nord 3 মডেলে অক্সিজেনওএস 15.0.0.403 এবং Nord 4 ফোনে অক্সিজেনওএস 15.0.0.500 আপডেট এসেছে।

READ MORE:  OnePlus 12 Price: পাঁচ দিনের জন্য ১২ হাজার টাকা দাম কমলো দুর্ধর্ষ ফিচারের OnePlus 12 এর, কালই অফার শেষ | OnePlus 12 Discount

ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনে আসা আপডেটের ভার্সন নম্বর CPH2491_15.0.0.403। এই আপডেট ভারতে উপলব্ধ। এই আপডেট সিকিউরিটি, সিস্টেমের কর্মক্ষমতা এবং ডিভাইসের স্টেবিলিটি বাড়াবে।

OnePlus Nord 3 এবং Nord 4 ব্যবহারকারীরা এই ফিচার পাবেন

নতুন আপডেটের পর নর্ড ৪ ব্যবহারকারীরা সহজেই আইওএস ডিভাইসের সাথে ছবি ও ফাইল শেয়ার করতে পারবেন। এই আপডেট ক্যামেরায় পরিবর্তন আনবে, আপনাকে ফটো কাস্টমাইজ করার সুবিধা দেবে। নাইট মোডে ছবি ওভারএক্সপোজড হওয়ার সমস্যা ঠিক করা হয়েছে।

READ MORE:  এবার বাজার কাঁপানো ফোন আনছে iQOO, বাজার ছেড়ে পালাবে প্রতিদ্বন্দ্বী সংস্থারা!

নতুন আপডেটের পরে, ব্যবহারকারীরা এআই ফিচারও পাবেন। এরমধ্যে আছে অডিও সামারি, ডকুমেন্ট এআই, নোটস এআই এবং কল সামারির মতো এআই ফিচার। অ্যাপ ল্যাগের বিষয়টি ঠিক করা হয়েছে, যা ফোনের পারফরম্যান্সকে আরও দ্রুত করে তুলবে। এর সাথে জানুয়ারী ২০২৫ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে, যা ডিভাইসকে আরও শক্তিশালী করবে।

READ MORE:  iPhone 14 Discount: এবার আইফোন কেনার স্বপ্ন হবে সত্যি, iPhone 14 মডেলে ৫১ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট | iPhone 14 Price
Scroll to Top