প্রীতি পোদ্দার, লখনউ: আরও একবার ফের গণধর্ষণের খবর উঠে এল শিরোনামে। বছর চোদ্দোর এক নাবালিকার উপর অকথ্য অত্যাচারের হাড়হিম করা ঘটনা প্রকাশ্যে এল যোগীরাজ্যের মোরাদাবাদে। অভিযোগ প্রায় ২ মাস আটকে রেখে প্রতিদিন একাধিকবার গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত চারজন (Minor Dalit Girl Gang Raped)। শুধু ধর্ষণই নয়, কিশোরীর চামড়া অ্যাসিড দিয়ে পুড়িয়ে ‘ওম’ লেখা ট্যাটুও মুছে দেওয়া হয়। জোর করে খাইয়ে দেওয়া হয় মাংস।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ঘটনাটি কী?
সূত্রের খবর উত্তরপ্রদেশের মোরাদাবাদে ১৪ বছর বয়সি দলিত নাবালিকাকে প্রথমে রাস্তা থেকে অপহরণ করা হয়। তারপর তাকে বারংবার নির্যাতন এবং গণধর্ষণ করা হয়। নির্যাতিতার কাকা দাবি করেছেন যে, চলতি বছর ২ জানুয়ারি তার ভাইজি একজন দর্জির কাছে যাওয়ার সময় অপহরণ হয়ে যায়। এবং তিনি জানিয়েছেন, অভিযুক্তরা গাড়িতে করে তাকে অপহরণ করে এবং মাদক দিয়ে অজ্ঞান করে দেয়। পরে তাকে ভোজপুর এলাকায় নিয়ে যাওয়া হয় এবং অন্য একটি ঘরে আটকে রাখা হয়। সেখান থেকে প্রায় মাস দুয়েক পর কোনওরকমে পালিয়ে আসে ওই কিশোরী। তারপরেই পুলিশের কাছে অভিযোগ করা হয়।
চারজন অভিযুক্ত এর বিরুদ্ধে উঠল মামলা
এই ঘটনায় একজন অভিযুক্তকে সেখানকার পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু বাকি অভিযুক্তরা নির্যাতিতার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। এবং তাঁদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতা, শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইন এবং SC/ST (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে চারজন অভিযুক্ত – সলমন, জুবাইর, রশিদ এবং আরিফের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনায় পুলিশ সক্রিয়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে গ্রামীণ পুলিশ সুপার কুনওয়ার আকাশ সিং বলেন, “যে ভগতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে তার ভিত্তিতে একজন অভিযুক্ত সলমনকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। সে আপাতত জেল হেফাজতে রয়েছে৷ পরবর্তী তদন্ত চলছে৷”
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
অন্যদিকে ভাগতপুর থানার এসএইচও সঞ্জয় কুমার পঞ্চাল এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন যে, ওই কিশোরীর পরিবার দাবি করেছে যে, অভিযুক্তরা অ্যাসিড দিয়ে তার হাতে ‘ওম’ চিহ্নের ট্যাটু পুড়িয়ে ফেলেছে। শুধু তাই নয় জোর করে মাংস খেতে বাধ্য করেছে এবং আরও নির্যাতন করেছে।’ এছাড়াও তিনি আরো জানান দিনের পর দিন ওই কিশোরীকে একটা ঘরে আটকে রেখে বারবার গণধর্ষণ করা হয়েছে। অভিযুক্তরা তাকে এবং তার পরিবারকে ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকিও দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।