Sharath Kamal Retirement: আক্ষেপ নিয়ে অবসরের ঘোষণা ভারতের তারকা প্লেয়ারের | India TT Star Sharath Kamal Retirement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা দিয়ে পরিচিতি, সেই টেবিল টেনিস থেকেই নিজেকে সরিয়ে নিচ্ছেন ভারতীয় টেবিল টেনিসের কিংবদন্তি অচন্ত্য শরথ কমল (Sharath Kamal)। বুধবার টেবিলের ক্রীড়া ময়দান থেকে পাকাপাকিভাবে অবসরের ঘোষণা করেছেন এই ভারতীয় তারকা। শোনা যাচ্ছে, চলতি মাস শেষ হলেই চিরতরে টেবিল টেনিস ব্যাট তুলে রাখবেন তিনি।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

শেষবারের মতো টেবিল টেনিস খেলবেন কমল

বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করা 117 জন ভারতীয় অ্যাথলিটদের মধ্যে অচন্ত্য শরথ কমলই ছিলেন অভিজ্ঞ খেলোয়াড়। জানা যায়, পুসারলা ভেঙ্কট সিন্ধুর সঙ্গে প্যারিসে দেশের পতাকা উড়িয়েছেন তিনি। তবে এবার টেবিল টেনিসকে আলভিদা জানানোর পালা।

READ MORE:  Champions Trophy 2025 Equation: গ্রুপ B-র ম্যাচ ভেস্তে যেতেই বদলে গেল সমীকরণ, সেমিফাইনালে কার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া? | Which Team Will India Face In The Semi-finals?

সূত্র বলছে, মার্চের একেবারে শেষের দিকে চেন্নাইতে ডব্লটিটি কন্টেন্ডার আয়োজিত হতে চলেছে। মনে করা হচ্ছে, এই প্রতিযোগিতায় শেষবারের মতো অংশ নিয়ে টেবিল টেনিসকে পাকাপাকিভাবে বিদায় জানাবেন কমল। বলে রাখি, নিজের শহর চেন্নাইতেই প্রথমবারের জন্য টেবিল টেনিস ব্যাট তুলে নিয়েছিলেন তিনি। কেরিয়ারের সূত্রপাতও এখান থেকেই।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

যেখানে শুরু, সেখানেই শেষ….

শেষমেষ নিজের প্রিয় খেলা টেবিল টেনিস থেকে অবসরের কথা ঘোষণা করতে গিয়ে 42 বছর বয়সী অভিজ্ঞ কমল বলেন, জীবনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা চেন্নাইতে খেলেছিলাম। কেরিয়ারের শেষটাও চেন্নাইতে হতে চলা আন্তর্জাতিক প্রতিযোগিতা দিয়েই হবে। এই মাসের শেষে চেন্নাইতে আয়োজিত হতে চলেছে, ডাব্লুটিটি কনটেন্ডার টুর্নামেন্ট, এটি আমার শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা।

READ MORE:  ICC: চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে কেন অনুপস্থিত PCB কর্তারা? কারণ জানালো ICC | ICC Opens Up About PCB

অলিম্পিকে ব্যর্থ কমল?

ভারতীয় টেবিল টেনিসের গর্ব তথা 42 বছর বয়সী অভিজ্ঞ তারকা অচন্ত্য শরথ কমল নিজের দীর্ঘ টেবিল টেনিস কেরিয়ারে বহু চড়াই উতরাই পার করেছেন। নিজের অনবদ্য পারফরমেন্সের জন্য বহুবার নানান সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। একাধিকবার সেরা কীর্তির জন্য দীর্ঘ দু দশকে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসের মতো বিভিন্ন প্রতিযোগিতায় পদক জিতেছেন কমল।

অবশ্যই পড়ুন: ভয় ধরাচ্ছে ৬ বছর আগের স্মৃতি, নিউজিল্যান্ডের জয়ে বুক ধুকপুক টিম ইন্ডিয়ার সমর্থকদের

তবে ভারতের নামজাদা এই খেলোয়াড়ের আক্ষেপ রয়েছে অলিম্পিক নিয়েই। খোঁজ নিয়ে জানা গেল, 5 বার অলিম্পিকে অংশ নিয়েও পদক জেতা হয়নি কমলের। এ প্রসঙ্গে দীর্ঘ আক্ষেপ বুকে বেঁধেই কমল বলেন, এশিয়ান গেমসেও পদক জিতেছি। কমনওয়েলথ গেমসের মতো বিভিন্ন প্রতিযোগিতার পদক রয়েছে আমার। কিন্তু অলিম্পিকে পদক পাওয়া হয়নি। আর এই আক্ষেপটাই সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে।

READ MORE:  BCCI On Rohit Sharma: রোহিত না অন্য কেউ, ইংল্যান্ডে টেস্ট সিরিজে কাকে অধিনায়ক করছে BCCI? জানা গেল নাম | Rohit Sharma Likely To Lead India In Test Series Against England
Scroll to Top