রিয়েলমি ভারতীয় বাজারে কম দামে দুর্দান্ত ফিচারের একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। এমত পরিস্থিতিতে আপনি যদি কোনো সাশ্রয়ী মূল্যে নতুন গেমিং ফোন কিনতে চান তাহলে এই চীনা ব্র্যান্ডের ডিভাইস বেছে নিতে পারেন। এক্ষেত্রে আমরা Realme Narzo 70 Turbo 5G ডিভাইসটি কিনতে বলবো। মোটরস্পোর্টস-অনুপ্রাণিত ডিজাইনের সাথে আসা এই ফোনের দাম ১৫,০০০ টাকারও কম।
সম্পূর্ণ ইউনিক ডিজাইনের এই রিয়েলমি নারজো ডিভাইসটি সেগমেন্টের দ্রুততম ফোন বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। দুর্দান্ত গেমিং পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। দীর্ঘক্ষণ গেম খেললে যাতে স্মার্টফোনটি অতিরিক্ত গরম না হয় সেই কারণে বড় স্টেইনলেস স্টিল চেম্বার দেওয়া হয়েছে।
Realme Narzo 70 Turbo 5G এর দাম ও অফার
অ্যামাজনে রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি স্মার্টফোনটির ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৬,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। তবে অফারে এখন এই বেস ভ্যারিয়েন্টটি ২৫০০ টাকা কুপন ডিসকাউন্টের সাথে উপলব্ধ, যার ফলে এর দাম ১৪,৫০০ টাকারও কম হয়ে যাবে। ক্রেতারা ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধাও নিতে পারবেন। নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের সাথে ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
Realme Narzo 70 Turbo 5G এর স্পেসিফিকেশন
রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ২০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এই স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।