দুঃসময়ে খুশির হওয়া ইস্টবেঙ্গলে! দীর্ঘ চোট কাটিয়ে মাঠে ফিরলেন মশালবাহিনীর দুই সেনা
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দায়িত্ব অস্কার ব্রুজোর কাঁধে চাপিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন লাল হলুদের হেড স্যারেরা। চলতি ISL-এ ইস্টবেঙ্গলকে জয়ের মুখও দেখিয়েছিলেন কোচ অস্কার। সেই মতো ছন্দ নিয়ে শত্রু শিবিরে জোরালো আঘাত হানতে শুরু করে লাল হলুদ। তবে সেই শক্তি বেশিদিন স্থায়ী হয়নি। ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানো চক্ষুশূল হয়েছিল বাকিদের কাছে। আর এরপরই ছন্দ কাটে লাল হলুদের। … Read more