লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Aadhaar App: হাসপাতাল থেকে হোটেল, ব্যাঙ্ক! নতুন আধার APP-এ পাবেন ৬টি দুর্দান্ত সুবিধা | New Aadhar App Benefits

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: একটা সাধারণ অ্যাপ। আর সেই অ্যাপই (Aadhaar App) বদলে দিচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আধার ব্যবহারের পদ্ধতি। আধার যে শুধুমাত্র কাগজের টুকরো এমনটা নয়। বরং ডিজিটাল ভারতের এক বড়সড় পরিচয়পত্র। আর এবার থেকে আরো এক সুবিধা আসল। তা হল নয়া আধার অ্যাপ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কেন্দ্র সরকার সম্প্রতি এমনই একটি আধার অ্যাপ লঞ্চ করেছে, যা দিয়ে পরিচয় যাচাই হবে এক নিমেষে। যেমন আমরা কিউআর কোড স্ক্যান করে দোকানে পেমেন্ট করি, ঠিক তেমনই এবার আমরা কিউআর কোড স্ক্যান করে প্রমাণ করতে পারব আমাদের পরিচয়। 

লঞ্চ হল নতুন আধার অ্যাপ

এই নতুন আধার অ্যাপের নাম এখনো স্পষ্ট করা হয়নি। তবে জানা যাচ্ছে, UIDAI এর তৈরি m-Aadhaar অ্যাপের আপডেট ভার্সন হিসেবে আনা হয়েছে এই অ্যাপটি। নতুন ভার্সনের মাধ্যমে সহজ এবং দ্রুততার সঙ্গে আধার কার্ড যাচাই করা যাবে, এমনটাই অনুমান করছে উপরমহলের লোকজন। এর ফলে অফিস থেকে শুরু করে ব্যাঙ্ক, হাসপাতাল বা পরীক্ষাকেন্দ্র গিয়ে আলাদা করে আর আধার কার্ডের ফটোকপি দেখাতে হবে না। শুধু মোবাইল থাকলেই হবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কীভাবে কাজ করবে নতুন আধার অ্যাপ

এই নতুন আধার অ্যাপের ব্যবহার এক কথায় বাজিমাত। আপনি যে স্থানে যাচ্ছেন, সেটা হোটেলে হতে পারে, ব্যাংক হতে পারে বা হাসপাতাল। সেখানে একটি কিউআর কোড থাকবে। আপনার মোবাইলটি খুলে শুধুমাত্র এই কিউআর কোড স্ক্যান করলেই হবে। সঙ্গে সঙ্গে আপনার পরিচয় ডিজিটালি ভেরিফাই হয়ে যাবে। ফলে আর লাগবে না আঙ্গুলের ছাপ বা চোখের স্ক্যানের ঝামেলা। এমনকি ফটোকপি জমা দেওয়ার টেনশন থেকেও মুক্তি পাওয়া যাবে। 

READ MORE:  বিহার, ওড়িশার চেয়েও খারাপ দশা বাংলার! GST থেকে আয়ে কত নম্বরে পশ্চিমবঙ্গ? প্রকাশ্যে রিপোর্ট

নতুন আধার অ্যাপের ছয়টি বড় বড় সুবিধা

এই নতুন আধার অ্যাপের এমন কিছু ফিচারস আসছে, যা শুনলে চক্ষু চড়কগাছে উঠবে। যেমন-

১) হোটেল, দোকান, ব্যাঙ্ক ইত্যাদি জায়গায় পরিচয় প্রমাণের জন্য আর আধার কার্ডের ফটোকপি দেখাতে হবে না। শুধু কিউআর কোড স্ক্যান করলেই হবে।

২) ব্যক্তিগত তথ্য থাকবে সম্পূর্ন সুরক্ষিত। শুধুমাত্র ডিজিটালি যাচাই করা হবে। কিন্তু আপনার তথ্য কেউ হাতিয়ে নিতে পারবে না।

READ MORE:  মোবাইলে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করবেন কীভাবে? এই অনলাইন পদ্ধতি জানে না অনেকেই

৩) ফিঙ্গারপ্রিন্ট বা চোখের স্ক্যানের কোনরকম প্রয়োজন নেই। ফলে যাচাই পদ্ধতি হবে সম্পূর্ণ ঝুঁকিহীন এবং নিরাপদ। 

৪) আধার কার্ডের ফটোকপি নিয়ে এতদিন অনেকেই প্রতারণা করতে পারত। কিন্তু এই অ্যাপের মাধ্যমে ফ্রডের আশঙ্কা সম্পূর্ণ কমবে। 

৫) অনেকেই নিজের আধার শেয়ার করতে ভয় পান। তবে এই নতুন পদ্ধতি চালু হলে আর সেই ভয় থাকবে না। কারণ আধারের কপি আর জমা দিতে হবে না।

READ MORE:  NGEL Recruitment 2025: NTPC-তে প্রচুর শূন্যপদে এক্সিকিউটিভ নিয়োগ, শুরুতেই মিলবে মোটা অঙ্কের বেতন | NTPC Job

৬) এখন থেকে স্মার্টফোনই আপনার সময় বাঁচাবে। ফলে মানুষ আরো সহজে আধার ব্যবহার করতে পারবে।

ডিজিটাল ইন্ডিয়ার দিকে আরো একধাপ এগিয়ে যাচ্ছে ভারত

নতুন এই আধার অ্যাপ শুধুমাত্র একটি অ্যাপ নয়, বরং এটি ভারতের প্রযুক্তির এক শিহরণ। বিশ্বমঞ্চে ভারত কীভাবে ডিজিটাল প্রযুক্তির জগতে নিজের জায়গা পাকাপোক্ত করে, তার অন্যতম উদাহরণ হতে চলেছে এই আধার অ্যাপ। 

ভবিষ্যতে আরো অনেক সরকারি পরিষেবা এই অ্যাপের মাধ্যমে চালু করা হতে পারে। তাই আপনার মোবাইল থাকলে এবার আধার কার্ডের চিন্তা করার প্রয়োজন নেই। আধার যাচাই হয়ে যাবে নিমেষের মধ্যে। একবার স্ক্যানেই হবে কাজ এবং আপনি থাকবেন সম্পূর্ণ নিরাপদ।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.