লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Aadhaar Card: আধারের অপব্যবহার রুখতে আজ থেকেই মেনে চলুন এই কৌশল, উপকৃত হবেন আপনিই | Aadhar Card Locking

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: আধার কার্ড… (Aadhaar Card) বর্তমান সময়ে সকলের জীবনের একটি গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে এটি। এখন কোন কেমন কাজ নেই যেটি আধার কার্ড ছাড়া করা সম্ভব নয় ব্যাংকের বই থেকে শুরু করে স্কুল কলেজে ভর্তি হওয়া কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই আধার কার্ড ছাড়া হয় না। কিন্তু আবার অনেক সময় এই আধার কার্ড অনেকের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এই আধার কার্ডের ব্যবহার করে প্রতারকরা নানা কাজ করে বসে, যে কারণে সর্বস্বান্ত হয়ে যান সাধারণ মানুষ। কিন্তু আর নয়, এবার সরকারের তরফ থেকে এমন এক উপায় আনা হয়েছে যা আপনার অনেক কাজে লাগতে পারে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আধার কার্ড নিয়ে জরুরি খবর

অনেক সময় মানুষের আধার কার্ডের তথ্যের অপব্যবহার হয় এবং তারা প্রতারণার শিকার হন। প্রথমত, জেনে রাখুন যে সর্বত্র আধার কার্ড প্রদান করা আবশ্যক নয়, আপনি পরিচয়পত্র হিসেবে ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার আইডির মতো অন্যান্য নথিও দেখাতে পারেন। যদি আধার কার্ড দিতেই হয়, তাহলে মাস্ক আধার কার্ড দেওয়া উচিত। আপনার আধার কার্ডে বায়োমেট্রিক তথ্য আছে, এটি খুবই সংবেদনশীল। এমন পরিস্থিতিতে, আপনি এই বিবরণটি লক করে আধার কার্ড ব্যবহার করতে পারেন। আমাদের জানান কিভাবে।

READ MORE:  শুধু আধার নয়, এবার রেশন কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্টও জুড়তে পারে কেন্দ্র

আধার লকিং কী?

আপনি আপনার আধারের বায়োমেট্রিক বিবরণ লক করতে পারেন। এতে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান এবং ফেস ডেটার মতো তথ্য রয়েছে। এগুলো নিরাপত্তা ফিচার। একবার এই তথ্যগুলো লক হয়ে গেলে, আপনার অনুমতি ছাড়া কেউ কোনও আইডি যাচাইকরণ, আর্থিক লেনদেন বা সিম কার্ড ইস্যু করতে পারবে না। এইভাবে আপনি প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কীভাবে নিজের আধার লক করবেন?

১. UIDAI myAadhaar পোর্টালে বায়োমেট্রিক লকের জন্য, দেখুন ।

READ MORE:  8th Pay Commission Salary Hike: সরকারি কর্মচারীরা লাভবান হলেন, মূল বেতন ১৮০০০ টাকা থেকে বেড়ে ৫১৪০০ টাকা হয়েছে

২. এবার নীচের ‘লক/আনলক আধার’ বিকল্পে ক্লিক করুন।

৩. প্রথম ধাপে, ‘VID তৈরি করতে এখানে ক্লিক করুন’ এ ক্লিক করে ভার্চুয়াল আইডি তৈরি করুন।

৪. ভার্চুয়াল আইডি তৈরি হয়ে গেলে, আবার একই পৃষ্ঠায় ফিরে আসুন।

৫. এবার ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। এখানে “লক আধার” নির্বাচন করুন এবং প্রয়োজনীয় বিবরণ লিখুন।

READ MORE:  ১০ হাজার টাকার চালান ও ৬ মাসের জেল! পরিবর্তিত ট্রাফিক আইন, জেনে নিন নতুন জরিমানার হার

৬. এবার Send OTP-তে ক্লিক করে OTP যাচাই করুন।

৭. যাচাইয়ের পর আপনার আধার বায়োমেট্রিক লক হয়ে যাবে।

mAadhaar অ্যাপ দিয়ে এভাবে লক করুন

১. গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে mAadhaar অ্যাপটি ডাউনলোড করুন।

২. এবার আপনার নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে অ্যাপে লগ ইন করুন।

৩. এর পর ‘My Aadhaar’ আইকনে ক্লিক করুন।

৪. আপনার আধার নম্বর, ক্যাপচা কোড লিখুন এবং OTP যাচাইকরণ সম্পূর্ণ করুন।

৫. আপনার আধার বায়োমেট্রিক্স লক করতে, ‘বায়োমেট্রিক লক’ বিকল্পে ক্লিক করুন। এটি আপনার আধার লক করে দেবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.