Aadhaar Card Photo: চেনা যাচ্ছে না মুখ! আধার কার্ডে কতবার ছবি চেঞ্জ করা যায়? জানেন না ৯৯% মানুষ | Aadhaar photo update
Aadhaar Card Photo Update: আধার কার্ড আপডেট সম্পর্কিত কৌতূহলের শেষ নেই। আর এই কার্ডে সকলের একটি চিন্তার বিষয় থাকে ছবি। যেহেতু এটি চালু হয়ে অনেক বছর হয়ে গেছে তাই অনেকেই তাদের ছবি বদলাতে চান। কিন্তু আপনি কি জানেন, আধার কার্ডে কতবার ছবি আপডেট করা যায়? কোনও সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়, তার জন্য এই নিয়মগুলি জেনে রাখুন।
এ কথা বলার অপেক্ষা রাখে না, বর্তমানে এই নথি ছাড়া স্কুলে ভর্তি থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা কার্যত অসম্ভব। অনেকের আধার কার্ডটি পুরনো হওয়ায়, তাতে ছবি মেলানো নিয়ে প্রায়ই সন্দেহ থাকে।
আধার কার্ডে কতবার ছবি আপডেট করা যায়?
আধার কার্ডে মুখ সঠিকভাবে শনাক্ত করার জন্য ছবি আপডেট করা প্রয়োজন। কিন্তু কতবার ছবিটি আপডেট করা উচিত তার কোনও নিয়ম নেই। আপনি কোনও সমস্যা ছাড়াই আপনার আধার কার্ডে যতবার খুশি ছবি আপডেট করতে পারেন।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা আধার কর্তৃপক্ষ (UIDAI) জানিয়েছে যে, আধার কার্ডের ছবি দশ বছরের মধ্যে আপডেট করতে হবে। যদি কোনও শিশুর ৫ থেকে ৬ বছরের মধ্যে আধার কার্ড থাকে, তাহলে তাকে ১৫ বছর বয়সে তার ছবি পরিবর্তন করতে হবে।
Aadhaar Card Image Update: আধার কার্ডে ছবি আপডেট করার পদ্ধতি
এটি করার জন্য আপনাকে প্রথমে নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে।
আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্টও নিতে পারেন।
তারপর, আপনাকে এখানে একটি আপডেট ফর্ম পূরণ করতে হবে, যা আপনি কর্মরত অফিসারের কাছে জমা দেবেন।
এর পরে, আধার কার্ডের জন্য একটি নতুন ছবি তোলা হবে।
তারপর, আপনাকে একটি আপডেট অনুরোধ নম্বর দেওয়া হবে।
আধার কার্ড আপডেট করতে আপনাকে ১০০ টাকা ফি জমা দিতে হবে।
কয়েক দিনের মধ্যে নতুন ছবি আপনার আধার কার্ডে আপডেট করা হবে।
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
This website uses cookies.