Aadhaar Update: আধার কার্ডে কোন তথ্য যতবার খুশি পরিবর্তন করা যাবে, জেনে নিন বিস্তারিত

আধার কার্ড হল ভারতে সর্বাধিক ব্যবহৃত পরিচয় নথি। দেশের প্রায় ৯০ শতাংশ মানুষের আধার কার্ড রয়েছে, যা স্কুল-কলেজে ভর্তি, সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তবে অনেক সময় আধার কার্ড তৈরি করার সময় তথ্যগত ভুল হয়ে যায়, যা পরবর্তীতে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

আধার কার্ড পরিচালনাকারী সংস্থা UIDAI গ্রাহকদের তথ্য পরিবর্তনের সুযোগ দেয়। কিছু তথ্য আপডেটের নির্দিষ্ট সীমা থাকলেও, কিছু তথ্য যতবার প্রয়োজন আপডেট করা যায়। চলুন জেনে নেওয়া যাক কোন কোন তথ্যের ক্ষেত্রে এই সুবিধা রয়েছে।

READ MORE:  FASTag-এ একগুচ্ছ নতুন নিয়ম জারি করল NPCI, না জানলেই বাড়বে বিপদ

ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে কোনো সীমা নেই

অনেকেই ভাড়া বাড়িতে থাকেন এবং নিয়মিত ঠিকানা পরিবর্তন করতে হয়। এ ক্ষেত্রে আধার কার্ডে ঠিকানা বদলানোর কোনও সীমা নেই। অর্থাৎ যতবার বাসা পরিবর্তন করবেন, ততবার আধারে ঠিকানা আপডেট করা যাবে। UIDAI ঠিকানা পরিবর্তনের ওপর কোনও বিধিনিষেধ আরোপ করেনি।

মোবাইল নম্বর পরিবর্তনেও নেই কোনো সীমা

ঠিকানার মতো আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নম্বরও যতবার প্রয়োজন পরিবর্তন করা যায়। আধার-সংযুক্ত মোবাইল নম্বর OTP-এর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবার জন্য প্রয়োজনীয়। যদি আপনার পুরোনো নম্বর বন্ধ হয়ে যায় বা ব্যবহার করা সম্ভব না হয়, তাহলে নতুন নম্বর লিঙ্ক করা যেতে পারে। UIDAI-এর নিয়ম অনুযায়ী, মোবাইল নম্বর পরিবর্তনেও কোনো সীমা নেই।

READ MORE:  Headless Chicken: বিশ্বের একমাত্র মুরগি, যে কাটা মাথায় বেঁচেছিল ১৮ মাস! টিকিট কেটে দেখত লোকে | Story about Mike the Headless Chicken

যদি আপনার ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তনের প্রয়োজন হয়, তবে দ্রুত UIDAI-এর নির্দিষ্ট পোর্টাল বা নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আপডেট করুন।

Scroll to Top