Aadhar Supervisor Recruitment 2025: মাধ্যমিক পাসে আধার অফিসে চাকরি, হবে বিপুল নিয়োগ, জারি বিজ্ঞপ্তি | CSC Aadhaar Supervisor Recruitment 2025
পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা ভালো চাকরি পাওয়া বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সরকারি চাকরি তো বটেই প্রাইভেট চাকরির জন্যও হাজার হাজার প্রার্থীদের লাইন পড়ে যায়। সম্প্রতি UIDAI এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গোটা ২৩টি রাজ্য থেকে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কি যোগ্যতার প্রয়োজন ও কিভাবে আবেদন করতে হবে? চলুন দেখে নেওয়া যাক।
ভারতের প্রতিটা নাগরিকের কাছেই আধার একটি গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। সরকারি প্রকল্পের জন্য থেকেই শুরু করে প্রতিদিনের কাজে এমনকি ব্যাঙ্কেও আধার কার্ড অত্যাবশ্যক হয়ে পড়েছে। এবার জানা যাচ্ছে আধার সেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার (CSC)-তে বেশি কিছু লোক নেওয়া হবে। দেশের ২৩টি রাজ্য থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। কি যোগ্যতা থাকলে কোন পদের জন্য আবেদন করা যাব? কত টাকা বেতন হবে? সমস্ত খুঁটিনাটি তথ্য রইল আজকের প্রতিবেদনে।
এই নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদের সংখ্যা ১৯৫টি। মোট ২৩টি রাজ্যে লোক নেওয়া হবে বলে জানানো হয়েছে, প্রতিটা রাজ্যের নির্দিষ্ট বিজ্ঞপ্তিতে সেই রাজ্যের শূন্যপদের সংখ্যা জানানো হয়েছে। যেমন আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে মোট শূন্যপদের সংখ্যা ৯টি। যার মধ্যে বীরভূমে ১টি, পূর্ব মেদিনীপুরে ২টি, ঝাড়গ্রামে ৩টি, উত্তর দিনাজপুর ১টি, দক্ষিণ দিনাজপুরে ২টি শূন্যপদ রয়েছে। মূলত আধার সুপারভাইজার বা অপারেটর পদে নিয়োগ করা হবে বলেই জানা যাচ্ছে বিজ্ঞপ্তি থেকে।
আধার CSC নিয়োগের বিজ্ঞপ্তিতে আলাদা করে এই আধার কেন্দ্র অপারেটর বা সুপারভাইজার পদের বেতন সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে যে রাজ্যে নিয়োগ হবে সেই রাজ্যের সরকারের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আপনি যদি কমন সার্ভিস সেন্টারে অপারেটর বা সুপারভাইজার হতে চাইলে আবেদনকারী প্রার্থীকে নূন্যতম উচ্চমাধ্যমিক বা সরকারি স্বীকৃত সমতুল্য কোর্সে পাস থাকতে হবে। যদি সেটা না হয় তাহলে মাধ্যমিক পাস ও সাথে ২ বছরের আইটিআই কোর্স করে থাকতে হবে। এছাড়াও যদি মাধ্যমিকের পর পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করে থাকে তাহলেও আবেদন করা যেতে পারে।
বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদের জন্য আবেদন করতে চাইলে আবেদনকারীকে নূন্যতম ১৮ বছর বয়সী হতে হবে। তবে নিয়োগের ক্ষেত্রে কোনো ঊর্ধ্ব সীমা নেই। তাই যে কোনো পূর্ণবয়স্ক ছেলেমেয়েরাই আবেদন করতে পারবে।
এই নিয়োগের ক্ষেত্রে আলাদা করে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রথমে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের একটি তালিকা প্রস্তুত করা হবে। তারপর সেখান থেকে টেকনিক্যাল দক্ষতা অনুযায়ী প্রার্থীবাছাই করা হবে।
আধার কেন্দ্র অপারেটর বা সুপারভাইজার পদের জন্য অনলাইনেই আবেদন করতে হবে। এর জন্য নিচে দেওয়া পদ্ধতি ফলো করতে হবেঃ
আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট : Official Website
অফিসিয়াল বিজ্ঞপ্তি : Official Recruitment Notification
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.