AAI Group C Recruitment 2025: উচ্চ মাধ্যমিক পাশে এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে গ্রুপ-সি নিয়োগ, শুরুতেই বেতন ৩৬,০০০ টাকা | 12th Pass Airport Job

সৌভিক মুখার্জী, কলকাতা: যাদের এয়ারপোর্টে চাকরি করার ইচ্ছা তাদের জন্য এবার দারুণ সুখবর। সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিভিন্ন বিমানবন্দরে সি-গ্রুপের অধীনে বিভিন্ন পদে নিয়োগের (AAI Recruitment 2025) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধু তাই নয়, এখানে উচ্চ মাধ্যমিক পাশেও চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। উল্লেখযোগ্য বিষয় হল, এখানে শূন্যপদের সংখ্যাও অনেক। এই পদগুলিতে চাকরি পেলে মোটা অঙ্কের বেতন সহ মিলবে প্রচুর সুবিধা। ভারতীয় নাগরিক হলে ছেলে মেয়ে সবাই এখানে আবেদন জানাতে পারবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন পদে কটি শূন্যপদ রয়েছে, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, নিয়োগ কীভাবে করা হবে, আবেদন কীভাবে করবেন ইত্যাদি বিষয়গুলি জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। 

পদ এবং শূন্যপদের বিবরণ | AAI Group C Recruitment 2025 |

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে গ্রুপ-সি পদের অধীনে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে এখানে মোট ২০৬টি শূন্যপদ পাওয়া যাবে। যেমন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিসেস) পদে ১৬৮টি শূন্যপদ রয়েছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স) পদে ২১টি শূন্যপদ রয়েছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস) পদে ১১টি শূন্যপদ রয়েছে। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

আগেই বলা হয়েছে এখানে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে। তাই প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষগত যোগ্যতা লাগবে। যেমন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিশিয়াল ল্যাংগুয়েজ) পদে আবেদন করার জন্য ইংরেজি বা হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আবার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অপারেশনস) পদে আবেদন করার জন্য যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে এবং LMV ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। একইভাবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস) পদে আবেদন করার জন্য B.Com ডিগ্রী এবং কম্পিউটার লিটারেসি ডিগ্রী থাকতে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিসেস) পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে।

READ MORE:  কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ! ১লা মার্চ থেকে রাজ্যে কাজ শুরু হবে

বয়স সীমা কত লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এই পদগুলিতে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স লাগবে ৩০ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় রয়েছে। যেমন আপনি SC/ST হলে ৫ বছরের ছাড় পাবেন, OBC হলে ৩ বছরের ছাড় পাবেন এবং PwBD হলে ১০ বছরের ছাড় পাবেন।

READ MORE:  মাত্র ২৫০ টাকা বিনিয়োগেই লাখপতি, SBI আনলো দারুণ এক স্কিম

বেতন কাঠামো

আগেই বলা হয়েছে, এই পদে চাকরি পেলে মোট অঙ্কের বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেলে প্রতি মাসে ৩৬,০০০/- টাকা থেকে ১,১০,০০০/- টাকা বেতন দেওয়া হবে এবং জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেলে প্রতি মাসে ৩১,০০০/- টাকা থেকে ৯২,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন কীভাবে করবেন?

আগ্রহী চাকরিপ্রার্থীরা এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার (AAI) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। সর্বপ্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর নির্ধারিত আবেদন ফরমটি নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে পূরণ করতে হবে। তবে মনে রাখবেন, আবেদন সাবমিট করার আগে অবশ্যই আবেদন ফি প্রদান করতে হবে।

READ MORE:  NTPC Recruitment 2025: NTPC-তে প্রচুর শূন্যপদে নিয়োগ চলছে, শুরুতেই মাসিক বেতন ৫০ হাজার টাকা

বলে রাখা ভালো, এখানে আবেদন শুরু হয়েছে ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে এবং আবেদন চলবে ২৪শে মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত।

আবেদন ফি

বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে সাধারণ, OBC, EWS প্রার্থীদের জন্য ১০০০/- টাকা আবেদন ফি লাগবে এবং SC/ST/PwBD/Ex-Servicemen ও মহিলা প্রার্থীদের জন্য কোনোরকম আবেদন লাগবে না।

নিয়োগ কীভাবে করা হবে?

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে লিখিত পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Scroll to Top