AC অতীত, গরমের হাত থেকে বাঁচতে বাড়িতে আনুন এই ৩ গাছ! কমবে বিদ্যুতেরও খরচ
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া কাটিয়ে শুরু হতে চলেছে গ্রীষ্মের রৌদ্রজ্জ্বল ইনিংস। আর তাতেই কার্যত জীবন দুর্বিষহ হয়ে উঠবে রাজ্য বাসির। তাই এখন থেকেই তীব্র দাবদাহ থেকে বাঁচতে ঘর ঠান্ডা রাখার উপায় খুঁজতে শুরু করেছেন অনেকেই। কেননা, AC কেনার সামর্থ্য সকলের থাকে না। থাকলেও খরচ অনেক।
কাজেই ভরসা প্রাকৃতিক উপায়। আর প্রকৃতি বলতে প্রথমেই যা মাথায় আসে তা হলো সবুজ গাছের সমারহ। হ্যাঁ, এমন কিছু গাছ(Cooling Plants) রয়েছে যা বাড়িতে থাকলে বরফের মতো ঠান্ডা থাকবে ঘর। চলুন পরিচয় করে নিই 3 ধরনের গাছের সাথে। যা গরমের দুর্বিষহ জীবন থেকে আপনাকে বাঁচাবে।
বাঁশ গাছের পাতাগুলি বাতাস থেকে উষ্ণতা শোষণ করে। আকারে বৃহৎ বাঁশ গাছের পাতা বাতাস থেকে উষ্ণতাকে দূরে সরিয়ে হিমশীতল পরিবেশ তৈরি করেতে দারুণ কার্যকরী। তাই গ্রীষ্মের অস্বস্তিকর পরিবেশ থেকে বাঁচতে চাইলে আজই ঘরে নিয়ে আসুন বাঁশ গাছ। তবে হ্যাঁ, মনে করে ঘরে থাকা বাঁশ গাছটিতে নিয়মিত জল দিতে হবে।
বাতাস থেকে দূষিত পদার্থ দূর করে তা বিশুদ্ধ করার পাশাপাশি অক্সিজেনের পরিমাণও বাড়াতে সাহায্য করে অ্যালোভেরা। এছাড়াও অ্যালোভেরার একাধিক গুনাগুন সম্পর্কে বর্তমানে প্রায় সকলেই অভিহিত। তবে অনেকেই এ কথা জানেন না, এই অ্যালোভেরা গাছই ঘরের গরম পরিবেশ দূর করতে সিদ্ধহস্ত। অ্যালোভেরা গাছ ঘরে থাকলে, তা মূলত বাতাসকে বিশুদ্ধ করে অক্সিজেনের পরিমাণ বাড়ায় ফলে ঘর বরফের মতো ঠান্ডা থাকে।
অবশ্যই পড়ুন: ফ্লাইটে ওঠার অনুমতি নেই সারমেয়র, বিমানবন্দরেই কুকুরকে জলে ডুবিয়ে হত্যা মহিলার
এই গাছটি মূলত গৃহ মধ্যস্থ উদ্ভিদ। এর কাজ বাতাসকে বিশুদ্ধ করে অক্সিজেন সরবরাহ করা। বিজ্ঞান জগতে, অক্সিজেন সরবরাহকারী গাছ হিসেবে পরিচিত স্নেক প্ল্যান্ট, যা ঘরে কিংবা বাড়ির কোনও কোণে লাগালে ঘরজুড়ে শীতল পরিবেশ তৈরি করে। বলে রাখি, স্নেক প্ল্যান্টের বিশেষ রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, নিয়ম করে মাঝেমধ্যে গাছটিতে জল দিতে হবে।
এন্ট্রি লেভেল সেগমেন্টে সেরা স্মার্টফোন নেওয়ার কথা ভাবলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা তিনটি…
শ্বেতা মিত্র, কলকাতাঃ চৈত্র মাসের গরমে হাঁসফাঁস করছেন বাংলার সাধারণ। সে ছোট হোক বা বড়,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরপর দুই ম্যাচে মুম্বইয়ের ধারাবাহিক হারের মাঝেই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে(Hardik Pandya) বড়সড়…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে, এটাই সঠিক সময় হতে পারে। কারণ লাভার অ্যানিভার্সারি সেলে স্মার্টফোনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন ভারতে সড়ক দুর্ঘটনা নতুন মাইলফলক স্পর্শ করছে। বিশেষ করে…
স্যামসাং তাদের নতুন রাগড স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই আসন্ন ফোনের নাম- Samsung Galaxy XCover…
This website uses cookies.